পাতা:গল্প-গ্রন্থাবলী (প্রভাতকুমার মুখোপাধ্যায়) তৃতীয় খণ্ড.djvu/১৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উপন্যাস কলেজ 为84 প্রিয় মহাশয়, গত মাসের ২০শে,তারিখে আমরা আপনাকে তারযোগে, এবং ঐ তারিখে লিখিত BBBBB BBDDBD BS BBBD uD DBBBD DDDD DDDDD LLL DD পাউণ্ড টালিং প্রাইজ লাভ করিয়াছে। কিন্তু দুঃখের সহিত জানাইতেছি যে, ঐ সংবাদ ভুল; টেলিগ্রামের দোষেই ঐ ভুল ঘটিয়াছে। জামীণী হইতে যে টেলিগ্রাম আমরা পাইয়াছিলাম তাহাতেই পাটই লিখিত ছিল ষে ৬৫৯৭৯ নং টিকিট ঐ ৫০ হাজার পাউণ্ড প্রাইজ লাভ করিয়াছে। উহা, আপনার টিকিটেরই নম্বর—তদনুসারেই আপনাকে আমরা টেলিগ্রাম করিয়াছিলাম। কিন্তু গতকল্য আমরা জামীণী হইতে যে পত্র পাইয়াছি, তাহাতে লেখা আছে, ঐ প্রাইজ প্রাপ্ত টিকিটখানির নম্বর—৬৫৯৯৭-টেলিগ্রাফ কম"চারীদেব দোষে নম্বরটি এরপে ভাবে উলটাইয়া আসিয়াছিল। অতএব ভিক্ষা, আপনাকে এই ভুল সংবাদ প্রদানের জন্য আপনি আমাদের ক্ষমা করিবেন।” ইত্যাদি পত্রখানি পাঠ শেষ করিয়া, লীলা বলিল, “এ কি কাণ্ড সরোজ ।” সরোজ বলিল, “আর ত আমি রাজা নই ?” "וזה" “ফকীরের সঙ্গে ফকীরণীর মিলন সম্পণে সম্ভব ত?” • সম্ভব ।” “এবং সওগত ?”

  • এবং সওগত ।”

“এবং, সেটা যত শীঘ্র হয়--তাই উচিত নয কি ?” সরোজ বলিল, “আবার তুমি আমায় রাজা বলে গাল দিচ্ছ ?” সে রাজা বলিনি—আমার হাদয়ের রাজা –বলিয়া লীলা এই নতন রাজার গলাটি দই বাহ দিযা জড়াইয়া, কয়েকটি চমবন, নজর স্বরপ প্রদান করিল। একমাস পরে বিবাহ হইয়া গেল। বাড়ী কেনা হইল না, রোলস রয়েসখানাও কেনা হইল না। সকল অবস্থা শুনিয়া, ফারমেব বড় সাহেব সরোজকে চুক্তি হইতে মুক্তি দিলেন কিন্তু একমাসেব ভাড়া স্বরুপ ৫oo, টাকা চার্জ করিলেন। লীলা তার গহনা বেচিয়া ঐ টাকা শোধ করিয়া দিল । তিনটি গরীব—গবীবানা ভাবে মহানন্দে বাস করিতে লাগিল। বৎসরখানেক পরে, একটি ক্ষুদ্র ন,তন গরীব আসিয়া এই গরীবদের কুটীর আলোকিত করিল। সরোজও &হডক্লাক হইল। সে সংবাদ শুনিয়া লীলা বলিল, “আমরা যদি হিন্দ হতাম ত বলতাম, খোকার পয়েই তোমাব মাইনে বেড়েছে ।" উপন্যাস কলেজ “সন্দেরী যত হোক আর না হোক ভাল রকম লেখাপড়া জানা মেয়ে ভিন্ন, কাউকে বিয়ে করবো না”—ইহাই ছিল অবিনাশের অাকৈশোর প্রতিজ্ঞা। একটি aছলে—পিতা অবিনাশের এ আকাঙ্ক্ষা পরেণও করিয়াছিলেন। সে ম্যাট্রিকে এবং আই BB BBDDDS DDD DDDD DDD DSB BB DDD BBBg BBBBS BB বিষয় সম্পত্তিও আছে—এমন সপোর-বিবাহের বাজারে তাহার দর আট হাজার စ္ႏို o: