পাতা:গল্প-গ্রন্থাবলী (প্রভাতকুমার মুখোপাধ্যায়) তৃতীয় খণ্ড.djvu/৪১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আইনের গল্প 806 שי; লইয়া যাইত, সেই সময় পথের দুই ধারে কৃষ্ণনগরের লোক সারি দিয় দাঁড়াইয়া থাকিত । গাড়ী দস্টিগোচর হইবামার, তাহারা অকথ্য ভাষায় মাতঙ্গিনীকে গালাগালি দিত,—কেহ গাড়ীর কাছে যাইরা তাহাতে থথে ফেলিত, ছোড়াজাতা প্রভৃতি, এমন কি কাগজে মোড়া বিষ্ঠা পয্যন্ত গাড়ীতে ছড়িয়া মারিত। জনসাধারণের ক্ৰোধ (public indignation) এই ভাবে আত্মপ্রকাশ করিত তারকেশ্বরের মোহান্তের বেলায়ও এইরুপ ঘাঁটয়াছিল। মোহান্তের চার বৎসর জেল হয়—হগেলি জেলে সে আবদ্ধ হইয়াছিল। গজব রটিয়াছিল, মোহান্তকে ঘানি টানাইতেছে। সহবে জেলের উৎপন্ন দ্রব্য বিক্ৰয়ের একটা দোকান (jail depot) ছিল। মোহান্তের নিকাশিত সষপ তৈল সে দোকানে একট কা সেরে বিক্রয় হইয়াছিল। (তখনকার দিনে এক সের সষপ তৈলের মল্যে দই আনা দশ পয়সা মাত্র ছিল—আমিই চল্লিশ বৎসর পর্বে চারি অনা সের সষপ তৈল কিনিয়াছি )। সান্যাল-মহাশয় ছিলেন একজন সরকারী ডাণ্ডার-অ্যাসিসট্যান্ট সাজন। । ক্ৰমে তিনি সিভিল সাতজন পদে উন্নীত হইযাছিলেন। এখন পেন্সন ভোগ করিতেছেন)। এক সময পোর্ট ব্লেয়ারের মেডিক্যাল অফিসারস্ববপে গভর্ণমেণ্ট তাঁহাকে বদলি করে । তিনি সত্ৰী-পত্রাদি লইযা পাঁচ বৎসর কাল পোর্ট ব্লেয়ারে সরকারী কায্যে নিযুক্ত ছিলেন। তিনি আমাকে বলিযাছেন— পোর্ট রেয়াবে পৌছানব অল্প দৃিনের মধ্যে আমি জানিতে পারি যে, মাতঙ্গিনী তথায বহিযাছে। একজন বাঙ্গ লী অফিসার আসিয়াছেন শুনিয়া, মাতঙ্গিনী আমাদের লাসাঘ আসিল, আমার সত্ৰীব সহিত আলাপ করিয়া গেল। তারপর হইতে মাঝে মাঝে সে আসিত, আমার স্ত্রীর সহিত গঙ্প-গজেব করিয়া চলিয়া যাইত। তখন সে বন্ধা, সমস্ত চলে তাব পাকিয়া গিয়াছে। কিন্তু তাহাকে দেখিয়া মনে হইত, যৌবনে সে খব সন্দেরীই ছিল। একদিন নিজজন পথে মাতঙ্গিনীর সহিত আমার সাক্ষাৎ হইল। আমি তাহার সহিত কথাবাত্ত কহিতে লাগিলাম। অন্যান্য কথার পর বলিলাম, “মাতঙ্গিনী, তোমার মত, আমিও নদীয়া জেলার লোক, কৃষ্ণনগবে অামার বাড়ী, ইহা আমার সন্ত্রীর কাছে তুমি শনিয়া থাকিবে। সেসন আদালতে যখন তোমার মোকদ্দমা হয়, তখন আমি বালক স্কুলে পড়ি। সে সময় লোকে বলাবলি করিত, খনটা কে করিল, তুমিই করিলে, অথবা তোমার সেই লোকই করিল, তাহা কিছুই জানা গেল না। এ বিষয়ে, অন্য সকলের মত, অামার মনেও অতান্ত কৌতুহল ছিল। সে ঘটনার পর বহন বৎসর গত হইয়াছে। এখন তুমি আমায় সে কথা বলিবে ?” সান্যাল-মহাশষ আমায বলিলেন, “এই কথা শুনিয়া মাতঙ্গিনী কয়েক মহত্তে সতৰধ হইয়া নতমখে রহিল।" তার পর ধীরে ধীরে, মাখ পশ্চাৎদিকে ফিরাইয়া বলিল, “সে কথা অর জিজ্ঞাসা করবেন না।” (३) द्वबध्ना धन প্রায় চল্লিশ বৎসর পবে, একদিন সন্ধ্যার পর, কলিকাতার কোনও এক কু-পল্লীতে মহা সোরগোল পড়িয়া গিয়াছিল। এক বারবিলাসিনী খন হইয়াছে, ইহাই সকলে বলিতে লাগিল। দেখিতে দেখিতে পালিস আসিয়া উপস্থিত হইল। যে বাড়ীতে খনে হইয়াছে, তথায় পলিস গিয়া লাস দেখিল, আসামীকে গ্রেপ্তার করিল। আশচয্যের বিষয়, আসামী পলাইবার চেষ্টা মাত্র করে নাই। go ইনপেক্টর আসিয়া সরেজমিন তদন্ত আরম্ভ করিয়া দিলেন। বাড়ীটি বিত্তল । ৰে मृस्य बालौ यस्य विच्याि का जल गदया वान शबड, उदाता ***ण •याण দলে—