পাতা:গল্প-গ্রন্থাবলী (প্রভাতকুমার মুখোপাধ্যায়) তৃতীয় খণ্ড.djvu/৪২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কাজির বন্ধি বাদশাহী আমল। দিল্লীর প্রধান বিচারপতি, কাজি নবাব মিজো হামিদদীন অসেরউলমলক বাহাদর সান্ধ্যনামাজ সমাপনাতে, অন্তঃপরে বসিয়া চক্ষ; মদিয়া, সোণার আলবোলায় তাওয়াদার মগনাভিসগন্ধি তামাকু সেবনে ব্যাপত ছিলেন, এমন সময় তাঁহার খাস খানসামা আসিয়া সংবাদ দিল, মাণেকচাঁদজী নামক একব্যক্তি দশনপ্রাথী ৷ কাজি সাহেব চক্ষ খলিয়া জিজ্ঞাসা করিলেন, “কি নাম বলিলে ?” “মাণেকচাঁদজী।” “কে সে, কি পরিচয় দিল ?” পরিচয় কিছই দেয় নাই। বলিল, সে বড় বিপন্ন, তাহার উপর অত্যন্ত বে-আইনি হইয়াছে—আপনি ধামর্ণবতার, আপনার নিকট সে নিজ দুঃখ নিবেদন করিবে।” “তা, এখানে কেন ? বিচারালয়ে, আমার পেস্কারের নিকট নিজ দরখাস্ত দাখিল করিতে বল।” ভূত্য সবিনয়ে উত্তর করিল, “হজর, সে বলিল, তাহার যাহা বক্তব্য তাহা অত্যন্ত গোপনীয়, ধমাবতার ভিন্ন অন্য কাহারও নিকট সে কথা সে প্রকাশ করিতে চাহে না । বড়ই কাঁদাকাটা করিতেছে, তাহার উপর বড়ই জলমে হইয়াছে।” কাজি সাহেব নীরবে আলবোলায় কয়েক টান দিয়া শেষে বলিলেন, “আচ্ছা, বৈঠকখানায় তাহকে বসাও, আমি ক্ষণকাল পরে আসিতেছি।” খানসামা সেলাম করিয়া প্রস্থান করিল। কাজি সাহেব কিছুক্ষণ আরমে ধর্মপান করিলেন। তারপর উঠিয়া, ধীরপদে বাহির হইয়া বৈঠকখানাগহে প্রবেশ করিলেন। মাণেকচাঁদ বসিয়া ছিল, দাঁড়াইয়া উঠিয়া সসম্ভ্রমে কাজি সাহেবকে সেলাম করিল। “বৈঠিয়ে বৈঠিয়ে”—বলিয়া কাজে সাহেব নিজেও উপবেশন করিলেন। কাজি সাহেব দেখিলেন, লোকটির বয়স অনুমান পঞ্চাশ বৎসর, তাঁহার অপেক্ষা অন্ততঃ দশ বৎসরে বয়ঃকনিষ্ঠ। বেশবাস, ধনীজনোচিত নহে—দরিদ্রেরই মত। জিজ্ঞাসা করিলেন, “কি চাহেন আপনি ?” 3. মাণেকচাঁদ বলিল, “আমি হজারের নিকট ন্যায়-বিচার চাহি। গরীবের উপর বড়ই জলম হইয়াছে।" “কি হইয়াছে খলিয়া কলন।” , মাণেকচাঁদ তখন নিজ কাহিনী বলিতে আরম্ভ করিলঃ– “হজর, তিন চারি পরিষে আমরা এই দিল্লী নগরীর অধিবাসী। পর্বে পরষদের আমল হইতেই আমাদের চিনির কারবার আছে। পিতার মৃত্যুর পর আমিই সেই কারবারের মালিক হই—কারণ আমিই আমার পিতার একমাত্র সন্তান ছিলাম। কারবার চালাইতে লাগিলাম। বিবাহ করিয়া সংসারধৰ্ম্মও করিতে লাগিলাম। বেশ সখেই কয়েক বৎসর কাটিল। কারবারটি আমি নিজে বড় দেখিতাম না। বালকাল হইতেই ধমের দিকেই আমার আকষণ বেশী। টাকা পয়সার প্রতি কোনও দিনই নজর কাঁর নাই। পরোতন আমলের কলমচারীরা ছিল, তাহারাই দেখিত শানিত। আমি তাহদের উপরেই সমস্ত BD DD DDBB BB BBBB BBBSBDDD DDD DDDD DDDD BB BBB পারিলাম, কর্মচারীরা বিশ্বাসঘাতকতা করিতেছে, নিজেরাই সব লটিয়া পটিয়া খাইতেছে।