পাতা:গানের বহি-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/২১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ২১৬ ) রাগিণী প্রভাতী । তাল একতাল । এ কি অন্ধকার এ ভারত-ভূমি, বুঝি পিতা তারে ছেড়ে গেছ তুমি, প্রতি পলে পলে ডুবে রসাতলে কে তারে উদ্ধার করিবে । চারিদিকে চাই নাহি হেরি গতি, নাহি যে আশ্রয় অসহায় আতি, আজি এ অশধীরে বিপদ পাথীরে কহিীর চরণ ধরিবে । , তুমি চাও পিতা ঘুচাও এ ছখ, অভাগা দেশেরে হয়োন বিমুখ, নহিলে অণধারে বিপদ পাথারে কাহার চরণ ধরিবে । দেখ চেয়ে তব সহস্ৰ সস্তান লাজে নত শির, ভয়ে কম্পমান,