বিষয়বস্তুতে চলুন

পাতা:গীতবিতান.djvu/৬৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৫২০
প্রকৃতি

ফুরায় ফুল-ফোটা,  পাখিও গান ভোলে,
দখিনবায়ু সেও  উদাসী যায় চলে।
তবু কি ভরি তারে  অমৃত ছিল না রে—
স্মরণ তারো কি গো  মরণে যাবে ঠেকি?

২৩৪

নমো নমো, নমো নমো, নমো নমো,  তুমি সুন্দরতম।
নমো নমো নমো।
দূর হইল দৈন্যদ্বন্দ্ব,  ছিন্ন হইল দুঃখবন্ধ—
উৎসবপতি মহানন্দ  তুমি সুন্দরতম।

২৩৫

তোমার আসন পাতব কোথায় হে অতিথি।
ছেয়ে গেছে শুকনো পাতায় কাননবীথি।
ছিল ফুটে মালতীফুল কুন্দকলি,
উত্তরবায় লুঠ ক’রে তায় গেল চলি—
হিমে বিবশ বনস্থলী  বিরলগীতি
হে অতিথি।
সুর-ভোলা ওই ধরার বাঁশি লুটায় ভুঁয়ে,
মর্মে তাহার তোমার হাসি দাও না ছুঁয়ে।
মাতবে আকাশ নবীন রঙের তানে তানে,
পলাশ বকুল ব্যাকুল হবে আত্মদানে—
জাগবে বনের মুগ্ধ মনে মধুর স্মৃতি
হে অতিথি।

২৩৬

কে  রঙ লাগালে বনে বনে।
ঢেউ জাগালে সমীরণে।