পাতা:গীতবিতান.djvu/৮৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৭১২
চণ্ডালিকা

প্রকৃতি। যে আমারে পাঠালো এই অপমানের অন্ধকারে 
পূজিব না, পূজিব না, পূজিব না সেই দেবতারে
পূজিব না।
কেন দেব ফুল, কেন দেব ফুল, কেন দেব ফুল
আমি তারে—
যে আমারে চিরজীবন রেখে দিল এই ধিক রে।
জানি না হায় রে  কী দুরাশায় রে
পূজাদীপ জ্বালি মন্দিরদ্বারে।
আলো তার নিল হরিয়া  দেবতা ছলনা করিয়া,
আঁধারে রাখিল আমারে।

পথ বেয়ে বৌদ্ধ ভিক্ষুগণ


ভিক্ষুগণ। যো সন্নিসিনো বরবোধিমূলে 
মারস্‌স সেনং মহতিং বিজেত্বা
সম্বোধি মাগঞ্ছি অনন্তঞ্‌ঞাণো
লোকুত্তমো তং পণমামি বুদ্ধং।

প্রস্থান



প্রকৃতির মা মায়ার প্রবেশ


মা।  কী যে ভাবিস তুই অন্যমনে— নিষ্কারণে— 
বেলা বহে যায়, বেলা বহে যায় যে।
রাজবাড়িতে ওই বাজে ঘণ্টা ঢং ঢং ঢং ঢং ঢং ঢং।
বেলা বহে যায়।
রৌদ্র হয়েছে অতি তিখনো,
তোর  আঙিনা হয় নি যে নিকোনো।
তোলা হল না জল,  পাড়া হল না ফল।
কখন্ চুলো তুই ধরাবি।
কখন্ ছাগল তুই চরাবি।