বিষয়বস্তুতে চলুন

পাতা:গীতবিতান.djvu/৮৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
চণ্ডালিকা
৭১৩

ত্বরা কর্, ত্বরা কর্, ত্বরা কর্—
জল তুলে নিয়ে তুই চল ঘর্।
রাজবাড়িতে ওই বাজে ঘণ্টা ঢং ঢং ঢং ঢং ঢং ঢং।
ওই যে বেলা বহে যায়।
প্রকৃতি।  কাজ নেই, কাজ নেই মা, 
কাজ নেই মোর ঘরকন্নায়।
যাক ভেসে যাক, যাক ভেসে সব বন্যায়।
জন্ম কেন দিলি মোরে,
লাঞ্ছনা জীবন ভ’রে—
মা হয়ে আনিলি এই অভিশাপ!
কার কাছে বল্ করেছি কোন্ পাপ,
বিনা অপরাধে এ কী ঘোর অন্যায়।
মা।  থাক্ তবে থাক্ তুই পড়ে, 
মিথ্যা কান্না কাঁদ্ তুই মিথ্যা দুঃখ গ’ড়ে।

প্রস্থান


প্রকৃতির জল তোলা


বুদ্ধশিষ্য আনন্দের প্রবেশ


আনন্দ।  জল দাও আমায় জল দাও। 
রৌদ্র প্রখরতর, পথ সুদীর্ঘ,  হা
আমায় জল দাও।
আমি তাপিত পিপাসিত,
আমায় জল দাও।
আমি শ্রান্ত,  হা
আমার দল দাও।
প্রকৃতি।  ক্ষমা করো প্রভু, ক্ষমা করো মোরে— 
আমি চণ্ডালের কন্যা,
মোর কুপের বারি অশুচি।
আমি চণ্ডালের কন্যা।