পাতা:গীতা-গ্রন্থাবলী (উপেন্দ্রনাথ মুখোপাধ্যায়).djvu/৩৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

●ግo শিব গীতা । ততো মাতুৰ্ম্মনোহভীষ্ট কুর্য্যাদগর্ভবিবুদ্ধয়ে । তাঞ্চ দ্বিহৃদয়া" নারীমাহুদে^ৗহদিনীং ততঃ ॥ ২১ ৷ অদানান্ধোহদানাং শু,গৰ্ভস্ত ব্যঙ্গতাদয়ঃ। মাতুর্যবিষয়ে লোভস্তদার্তো জায়তে স্বত: । ১১ : প্রবুদ্ধং পঞ্চমে চিত্তং মাংসশোণিতপুষ্টত । ষষ্ঠেইস্থিস্নাযুনথরকেশলোমবিবিক্ততা ॥ ২৩ ৷ বলবণে চোপচিতে সপ্তমে তুঙ্গপূর্ণতা । পাদান্তরিতহস্তাভাং শ্রোত্ররন্ধে পিধায় সঃ ॥ ২৪ ॥ উদ্বিগ্নে। গভসংবাসাদস্তি গৰ্ভভয়াম্বিতঃ ॥ ১৫ । আবিভূতিপ্রবোধোহসৌ গভদুঃখাদিসংযুতঃ। ক্ত কষ্টমিতি নিৰ্ব্বিগ্নঃ স্বাত্মানং শোশুচীতাৰ্থ ॥ ২৬ ॥ অন্তর্ভূত মহাসসহ পুরোমর্শ্বচ্ছিদেণইসকুৎ । কবন্তবালুকাস্তপাশ্চাদহস্তামুখাশয়া: ॥ ২৭ ॥ দনীয় । গভiবস্থায় এইরূপে মাতা দ্বি-হৃদয়বিশিষ্ট হয়েন, এষ্ট কারণে নারীকে দৌহদিনী বলে । ১৯-২১ ॥ গর্ভাবস্থাষ গর্ভিণীর অভিলাষ পুরণ না করিলে গভস্থ শিশুর অঙ্গনুনত, অশক্তি ও বুদ্ধিমান্দাদি ঘটিয়া থাকে এবং মাতার সে বিষয়ে অভিলাষ হয়, পুত্রও তাহার নিমিত্ত আভলাষী হয় ॥ ২২ ॥ অনস্তর পঞ্চম মাসে চিত্ত প্রবুদ্ধ হয় এবং মাংসশোণিতের পরিপুষ্টত। জন্মে। ষষ্ঠমাসে অস্থি, স্বযু, নখ, কেশ, অঙ্গ ও রোমাবলির প্রকাশ হয় ॥২৩ h সপ্তম মাসে বল ও বর্ণের উপচিতি এবং অঙ্গের পূর্ণত হয় । এই সময়ে গর্ত পাদদ্বয়ের অভ্যস্তর দিযা হস্ত উত্তোলন পূর্বক শ্রবণ-বিবর আচ্ছাদন করত গভবাস বশত: ভীত ও ভাবি গর্তবাস চিন্তা করিয়া উদ্বিগ্নচিত্ত্বে অবস্থিতি কবে ॥২৪-২৫ ॥ তখন গভস্থ জীব অনেক জন্মের গর্ভবাসক্লেশ স্মরণ করিয়া অত্যন্ত দুঃখিত হয় এবং অতি অহু গপের সহিত আত্মাকে লক্ষ্য করিয়া পুনঃ পুন: শোক প্রকাশ করে ॥ ২৬ ॥ তৎকালে জীব চিন্তা করিতে থাকে যে, আমি অসহনীয় ও মর্গাপীড়ক অনেক নারকী শরীর অনুভব করিয়াছি; পরস্তু এখনও যুবাদি-ভঙ্গমার্থ