এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
সে যে
ও সে মানে নি
সে তাই
ঘুমে
তার
আজ তার
চায় সে
ওলো
কহি
গীতি ১২
S86
তোরা জাগাস না লো পাগলারে পড়ে আছে, থাক পড়ে পথের ধারে ।
সুদুর গানে বঁধুর পানে ছুটেছিল আঁধারে ; জোয়ার-ভাটা বনের কাটা সঙ্গীবিহীন সংসারে ।
মোহন-পাখি দেছে র্যাকি কাটা-বনের মাঝারে ; লোহিত গায়ে, ক্লাস্ত হয়ে, চাহে যেন কাহারে ।
আছে ভালো, জাগাস না লো,
গাওয়াস না লো তাহারে ; গোপন কথা প্রাণের ব্যথা করুণ গানে গাথা রে ।
নাইকো কড়ি, নাইকো তরী, ডাক শুনেছে ও-পারে, হইতে পার অকুল পাথার বক্ষ-ভাঙা সাতারে ।
এমন ভোলায় কাজ কি তোলায় ?
থাক শুয়ে ধূলি-পরে ; সুখের ভাষা দিস নে আশা এমন সর্বনাশারে ।
বাউল
» ፃw®