বিষয়বস্তুতে চলুন

পাতা:গীতিগুঞ্জ-অতুলপ্রসাদ সেন.djvu/১৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৭২ S88 পাগলা, মনটারে তুই বাধ,। কেন রে তুই যেথা সেথা পরিস প্রাণে র্যাদ ? শীতল বায়ে আসলে নিশি তুই কেন রে হোস উদাসী ? ওরে নীলাকাশে অমন করে হেসেই থাকে চাদ } শৈলশিরে সোনার খেলা দেখিস যবে প্রভাতবেলা, তুই কেন রে হোস উতলা দেখে মোহন ছাদ ? করুণ সুরে গাইলে পাখি তোর কেন রে ঝরে তাখি ? কবে তুই মুছবি নয়ন, ঘুচবে মনের ধাধ ? ংসারেতে উঠলে হাসি তুই শুনিস রে ব্রজের বঁশি । ওরে ভাবিস কি রে সবই গোকুল, সবই কালাৰ্চাদ ? কতই পেলি ভালোবাসা, তবু না তোর মেটে আশা । এবার তুই একলা ঘরে নয়ন ভরে র্কাদ । aछब्रयौ