পাতা:গীতিগুঞ্জ-অতুলপ্রসাদ সেন.djvu/২৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

'byసి বিধি, আর তো তোমারে নাহি ডরি। আমি পেয়েছি অকুলে আজি তরী। যবে কণ্টকতরুতলে ভাসাবে নয়নজলে, আমি কুসুমে দিব গো তারে ভরি। হান যদি খর বাণ, আমারও তো আছে গান ; আমি সম্মুখে রহিব তারে ধরি। জেনো ওহে নিরদয়, হবে তব পরাজয় ; \ সন্ধি করিবে এসো আরি । যারে ব্যথা দিবে তুমি তাহার নয়ন চুমি যতনে বেদন লব হরি । সবারে রাখিব বুকে ; মোরে কেমনে রাখিবে দুখে ? সবাকার হাসি যে গো মোরই । মিশ্র পরজ । ভৈ রে! গীতি ১৫ : २,२.9