পাতা:গীতিগুঞ্জ-অতুলপ্রসাদ সেন.djvu/৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

৩০

হে অজানা, আমি তোমায় জানব কবে?
জীবন-রবি আর তো নাহি পুরবে।
যতই দেখি যতই শুনি আমি শুধু অবাক মানি—
কিছু না জানি।
তারা নয় তো এমন গুণী যাদের আমি জানি এ ভবে।

জীবন-হাটে কিনিতে সুখ কিনে আনি কেবলি দুখ—
বেদনা-ভরা বুক— তোমায় জানি নে ব'লে।
যে তোমায় পেয়েছে ডেকে, থাকে সদাই হাসিমুখে—
চির সুখে!
ঘাটে যখন ডাকবে মাঝি, তাদের যেমন হাসি তেমনি রবে,
তোমায় জেনেছে ব'লে।

ঘরে শুধু পাঁচটি প্রাণী, তবু করি টানাটানি,
হানাহানি— তোমায় ঘরে পাই নি ব'লে।
যে তোমার পেয়েছে খবর তার সবাই আপন, কেহ নয় পর
বিশ্ব তাহার ঘর।
যে তোমায় করেছে আপন সে আপন করেছে সবে।

বাউল

৩৫