পাতা:গীতিগুঞ্জ-অতুলপ্রসাদ সেন.djvu/৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

৩১

রইল কথা তোমারি, নাথ, তুমিই জয়ী হলে।
ঘুরে ফিরে এলাম আবার তোমার চরণ-তলে।

কুড়িয়ে সবার ভালোবাসা
ভবের ডালে বাঁধনু বাসা,
ঝড় এসে এক সর্বনাশা
হে নাথ, ফেলল ভূমিতলে।

পক্ষ আমার গেল ভেঙে,
বক্ষ আমার গেল রেঙে,
তুলতে যারে বলছি মেঙে
হে নাথ, সেই চলে যায় দ’লে।

নয় তো তোমার দুয়ার বন্ধ,
আমারি নাথ, দু চোখ অন্ধ,
মিছে তোমায় বলি মন্দ—
হে নাথ, আজ কে দিল ব'লে!

তাই তো তোমায় দেখতে নারি,
দাও হে দেখা হে কাণ্ডারী,
দর্প আমার, দর্পহারী
হে নাথ, ফেলে এলাম জলে।

ভৈরবী

৩৭