পাতা:গোপাল কামিনী.djvu/১০৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গোপাল কামিনী । お) ?

  • ভাই কমল ! চেকীদারকে যাহা করিতে হয় অামি তাহাই করিয়াছি । দারোগ কহিয়াছেন হুজুর, হইতে আমার পায় বাড়িবেক, আর বাবুদের নিকট হইতে দশ টাকা বক্সিস ও মিলিবেক । আমার চালি, চলন, কার, কারবার যদি হাকিমানের পসন্দ না হয়, তবে তাহারদের আমাকে উচ্চ পায় ও বক্সিস্ দেত্তয়া কিৰূপে সন্তবিতে পারে ? তুমি এখন মনে ২ করিতেছ, এই আসামী গেরেপ্তার করায় আমার অন্যায় হইয়াছে, কিন্তু তাহা নয় । বিচারের দিন পোলিসে আসিলে দেখিতে পাইবে, কে অন্যায় করিয়াছে”।

কমল কছিল, “ ভাই! তোমায় আমায় মিছামিছি ঝকড়া কলহে আবশ্যক কি ? সে যদি একান্ত দোষীই হয়, শাজা পাইবেক । এখন আমি চলিলাম, আমার বড় পুয়োজন আছে”। এই কথা বলিয়া সে তথাহইতে চলিয়া পোলিসের অভিমুখে গমন করিল, • অবিলম্বেই তথাকার কার্য সমাধা করিয়া শীঘু ২ 3R