পাতা:গোপাল কামিনী.djvu/৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গোপাল কামিনী । \לס বলিয়া তাহারা পুনৰ্বার চলিতে লাগিল, এবং অনতিবিলম্বেই সেই গ্রামের শরাইতে উত্তীর্ণ হইল । সে দিন আর তাহারা কাহারে নিকট হইতে কিছু প্রাপ্ত হয় নাই। তথাকার লোকেরা না তাহাদের অবস্থা দর্শনে দুঃখিত হুইল, না তাহাদের নিকটস্থ শুকপক্ষীর সম্ভাষণশ্রবণে সন্তুষ্ট হইল ; সুতরাং কোন অংশে আর তাহাদের কিছু প্রাপ্তির সম্ভাবনাই হইল না। গোপাল ও কামিনী তথায় স্থান করিয়া আপনাদের নিকটে যাহা ছিল আপাততঃ তাহাই ভোজন করিল। - বেলা পড়িলে পর, তাহার রাণাঘাটের চটিতে গিয়া থাকিবার জন্য তথাহইতে প্ৰস্থান করিল। পথে যাইতে ২ কামিনী জিজ্ঞাসা করিল, দাদা! আমাদের সঙ্গে যে যৎকিঞ্চিৎ খাদ্য দুব্য রহিয়াছে তাহাতে ত আম! দের দুজনের এবেল ভালৰূপে চলিবে না,উপায় কি করা যায় বল দেখি; গোপাল উত্তর কুরিল, “কামিনি ! তুমি উদ্বিগ্ন হইও না,