পাতা:গোপাল কামিনী.djvu/৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\రిధి গোপাল কামিনী । দেখিয়া সন্তোষ পূর্বক কিছু ২ পয়সা এবং আহারাদিরও যৎকিঞ্চিৎ সামগ্ৰী দিয়াছিলেন। গোপাল ও কামিনী সেই গুলি সংগ্ৰহ করিয়া পরদিনের জন্য কাপড়ে বাধিয়া রাখিল । টু পর দিন প্ৰাতঃকালে গাত্ৰোথান করিয়া গোপাল ও কামিনী পুনর্বার পথ চলিতে আরম্ভ করিল। পূর্ব দিন কামিনীর পায়ে ব্যথা হইয়াছিল, একারণ সে দিন আর সে অধিক পথ চলিতে পারিল না। দেড় প্রহর বেলা পর্যন্ত তাহদের দুই ক্রোশ পথ रुझे फल হয় নাই। আর ক্রোশ দুই পথ গেলে পর রাণঘাটের শরাই পহুছান যাইত, তাছা না হইয়া তাহাদিগকে সে বেলা উলার চটিতেই থাকিতে হইল। তাহারা দুজনে পরামর্শ করিল, “এই রাজ পথহইতে দক্ষিণে অনতিদূরে যে উলা নামক গ্রাম খানি দেখা যাইতেছে, চল আমরা ঐ গ্রামের চটাতে গিয়া এবেলা আহারাদি করিয়া বিশ্রাম করি, বৈকালে তখন রাণ ঘাটের শরাইতে যাওয়া যাইবেক," এই