পাতা:গোপাল কামিনী.djvu/৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* গোপাল কামিনী । $ 2 চাহিস্ ;'রও তোকেও জব্দ করিতেছি”। তখন পোদার ভয়ে ২ একটি টাকা দিতে চাহিল, তথ|পি সে স্বীকার করিল না। পরে দুইটি টাকা তাহার হাতে দিয়া কহিল, “ভাই! ক্ষান্ত হ, তুই ইহা লইয়া মিঠাই খাইস্, আর এ নোট ও আসামী লইয়া দুয়ে গিয়া যাহা ইচ্ছা তাহা কর”; য়্যারমামুদ অনেকক্ষণের পর তাহাতে সন্মত হইয়া কহিল, ** হ ! এখন পথে এস! ভদ্রলোক হইয়া ভদ্রলোকের মত থাক, চোর গেরেপ্তার করিয়া বকসিস্ লওয়া ভদ্রলোকের কৰ্ম্ম নহে, ইহা চেকীদারেরাই করিয়া থাকে”। এই বলিয়া তাহার হাত থেকে দুইটি টাকা ও নোটখানি লইল । গোপাল ইহার কিছুই জানিত না, দেখিয় শুনিয়া অবাক হইয় তাহাদের মুখের পুতি দৃষ্টি দিয়া ববিয়া রহিয়াছিল। য়্যারমামুদ নিকটে গিয়া তাহার হাত ধরিয়া কহিল, “আর এখানে বসিয়া থাকিলে কি হইবে, চল এখন ড়োমাকে প্রঘরে পাঠাইয়া দি"। এই বলি