পাতা:গোবিন্দ দাসের করচা.djvu/১০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সের করচা 〉" তারপর পুৰ্ব্বদিকে চলে আবেশেতে। ] আচার্য্যের গৃহে ধায় মাতিয়া ভাবেতে ॥ কিছুকাল আচার্যের গৃহেতে রহিলা । তারমধ্যে শচীমাত আসি দেখা দিলা ॥ শ্ৰীকৃষ্ণ চৈতন্য প্রভু মাতার চরণে । প্রণাম করিয়া কথা কন সস্তপণে ॥ দুই চারি বাত কহি মায় কাটাইয়া। দক্ষিণে করিলা যাত্রা সকলে ছাড়িয় ॥ ঈশান প্রতাপ গঙ্গাদাস গদাধর। দ্যাসীর সহিত চলে আর বাণেশ্বর ॥ বৰ্দ্ধমানে যখন পৌছিন্তু মোরা সবে । ভাবিতে লাগিমু মুহি ভাগ্যে কিবা হবে । মোর প্রতি চাহি প্রভু কহিতে লাগিল । অমিয়ের ধারা যেন গলিয়া পড়িলা ॥ মোর পৃষ্ঠে চাপড় মারিয়া প্রভু কহে । চল যাই গোবিন্দরে তোমাদের গৃহে ॥ এই কথা শুনি মুহি উঠিলু চমকি । হাসিয়া চলিলা প্রভু ঠমকি ঠমকি ৷ প্রভুর সন্ন্যাস-কালে ধরেছি কেীপীন। অহঙ্কার তেজিয়া হয়েছি অতি দীন ॥ আর ত বাসন নাই সংসার করিতে। প্রভুর সহিত যাই নাচিতে নাচিতে । পথেতে যাইতে মুহি জোড় করি হাত। উত্তরে কহিমু তথা দুই চারি বাত ॥ আরত যাবনা প্রভু কাঞ্চন নগরে । বিষ্ঠাসম ত্যজিয়াছি জঘন্ত সংসারে ॥ এই কথা বলিতে বলিতে মোর নারী। কেমনে শুনিয়া তথা আইলা ত্বরা করি ॥ দর দর পড়িতেছে অশ্র কুনয়নে । পড়িলা আছাড় খেয়ে আমার চরণে ॥ অশ্রুমুখে বলিতে লাগিল৷ এই বাত। ফিরে চল গৃহে মুহি যাই তব সাত ॥ সামান্ত কথায় তুমি সংসার তেজিলে। দাসীর উপায় তবে বল কি করিলে। কার দ্বারে গিয়া ভিক্ষা করিব কোথায় । দয়া করি কেব। ভিক্ষণ দিবে গো আমায় ॥ কি আছে অদৃষ্টে মোর কার দ্বারে গিয়া । ভিক্ষা করি বেড়াইব পেটের লাগিয়া ॥ শুনিয় তাহার বাণী মাথা হেট করি। মনে মনে বলিতে লাগিমু হরি হরি ॥ হরি স্মরণে কাটে যতেক বন্ধন । তেকারণ মনে করি হরির চরণ ॥ দয়াময় শ্রীচৈতষ্ঠ হেরিয়া তখন । কহিতে লাগিল। তবে মধুর বচন ॥ শুনিয়া প্রভুর বাণী হইয়া দুঃখিনী। অঞজলে ভিজাইতে লাগিল। মেদিনী ॥ কান্দিয়া আকুল বাম চারিদিকে চায়। তত্ত্বকথা বলি প্ৰভু তাহারে বুঝায় ॥ শুনিয়া প্রভুর সেই কথা আচম্বিতে । চক্ষু চাপি আঁচলেতে লাগিলা কাদিতে ॥ তাহার রোদনে প্রভুর দয়া উপজিল । আমনি ফিরিয়া মোরে কহিতে লাগিল ॥ প্রভু কহে গোবিন্দরে গৃহে থাক তুমি। অন্য ভূত্য সঙ্গে করি পুরী যাই আমি ॥ এই বাক্যে মোর চক্ষু হ’তে অশ্র ঝরে। অমনি চরণ ধরি পড়িমু কাতরে ॥ অশ্রুজলে পাথালিমু যুগল চরণ। অমনি ফিরিয়া প্রভু করিলা গমন ॥ তবে মোর প্রতিবাসী একত্র হইয়। কহিতে লাগিল কথা মোরে ভুলাইয়া ॥ সংসার বিষের কথা লাগি কহিতে । লাগিন্থ নারীর গুহ মুহি বাখানিতে ॥