পাতা:গোবিন্দ লীলামৃত গ্রন্থঃ.djvu/১০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

tन्नादिना লীলামৃত v సె& কৈলা কহি দোহ আগমনে । তবে বৃন্দাদেবী কুঞ্জে লুকাইয়ারহে। রাধাকৃষ্ণ ভূমিলন আনন্দে দেখায়। নাদীমুখী তাহা আসি হৈলা উপনীত। লুকায়ে রহিল বৃন্দাদেবীর সহিত । দোহা দরশনে সুখ সমুদ্র উথলে। ভাবচন্দ্র দেখি বহে প্রেমের কল্পোলে । তাহ দেখিবারে বৃন্দ আর নান্দীমুখী। লুকাইয়া রহে কুঞ্জে হয়ে মঙ্গাসুখি ॥ ছুইপাশ্বে বকুলের বন পথ মাঝে । তার অস্তে সখী সঙ্গে রাধিক বিরাজে ৷ তারে দেখি কৃষ্ণ চিত্তে মদন বিকার । উদয় হইল নহে নিশ্চয় বিচার কৃষ্ণ মনে কহে রাই ক্ষত্তি বহুবার। হইয়া বঞ্চন বহু হঞা ছে আমার রাধিকাহে কৃষ্ণ দেখা পাইলা আচম্বিতে স্কপ্তি ভয়ে তেন্থে নারে নির্ণয় করিতে। তমাল দেখিয়া পুৰ্ব্বে কৃষ্ণ জ্ঞান হৈল । সখীগণে হাস্যে তাতে লজ্জা বহু পাইল । এই মত দুহু গুণে:দুহু আক্রমিল । দর্শন আনন্দে দুহু বিতর্ক করিলা । যথা রাগঃ । ক্লষ্ণ কহে রাই দেখি, হইয়। বিস্ময় জাখি কি কান্তি কুলের দেবী আইলা। তারুণ্য লখিমীকিৰ,মধুরি মুরতি কিবা, লাবণ্যের বন্য কি হইল ॥ ধ্রু আনন্দে ভরল মোর অাখি । হেন বুঝি এই ধনী, রসময় স্বৰূপিণী, মোর মন করে যাতে সুখী। আনন্দান্ধি নদী কিৰা, অমৃত বাহিনী কিবা, কিবা আইলা রাধ চন্দ্রামুখী। আমার ইন্দ্রিয় গণ, করিবারে আহাদন, সঙ্গে লয়ে আইলা সব সখী। চকোর আমার জাখি, যার সুধাপানে সুখী, আইলাসেই সুচন্দ্ৰবদ নী । মোর নাসা ভূঙ্গরাজ, মধু পিয়ে যে সমাজ, সে পদ্মিনী ইলা প্ৰাণধনী ৷ মোয় জিহা সুকোকিল, রসাল পল্লৰ ধারা, কর্ণহরে যার ভযা ধৃনি। অনঙ্গ দাহন তনু, দেখি করু