পাতা:গোবিন্দ লীলামৃত গ্রন্থঃ.djvu/১০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

な り গোবিন্দ লীলামৃত । ণার জানু,সুধানদী আইল আপনি ৷ ভাগ্য কপবৃক্ষ মোর সকল নয়ন জোর, রাই আইলা নিকটে আমার । এবে সে সাফল্য হৈল, মনে যত ৰিচারিল, এ যদুনন্দন কহে ভাল । পুনৰ্যথা রাগ। রাই কহে শুন সখী,সাক্ষাতে কিৰূপ দেখি, সত্য কৃষ্ণ কহ সব মোর । নবীন তমাল কিবা, নবীন জলদ কিবা, কিবা ইন্দ্র"নীলমণিবর ॥ ধ্রু । সখীহে দরশনে জুড়। য় নয়ন । ৰূপ নহে রসসিন্ধু, ইহার তরঙ্গ বিন্দু, ডবায়ে ভুব ন নারী প্রাণ। অঞ্জন শিখর কিবা, মত্ত ভৃঙ্গপুঞ্জ কিবা, য মুন হইলা মূৰ্ত্তিবতী । ইন্দাবর পুঞ্জ কিবা, ব্রজ স্ত্রী অপাঙ্গ কিবা, কিবা দেখি মোর প্রাণপতি ॥ কিব। এ মন্মথরাজ, তাহার অতনু সাজ, কিব। এই রসরাজ রাজ । সেহে হয় তনু হীন, এহে রহে পরবীণ, বুঝিতে না পারি কোন কায। কিবা রস সুধানিধি, সব রস সুখাৰধি, তার হয়ে বিথার অপা রে। কিব। প্রেমামর তরু, প্রতি অঙ্গে প্রেমকরু, সেহোথির চলিবারে নারে। মোর নেত্ৰ ভূঙ্গ পদ্ম, কি কান্তি আনন্দ সম্ম, কিবা ক্ষপ্তি কহত নিশ্চয় । পুছিতে গদাদ বাণী, পুলকিত অঙ্গ ধনী, এযদুনন্দন দাস গায় । * এই কথা শুনি তবে কহে সখীগণ নিশ্চয় জানিহ এই কমল নয়ন৷ ললাটে কন্তু রী লিখে কুচে চিত্ৰকরে নয়নে অঞ্জন দেন শ্রুতি ইন্দাবরে। মৃগমদ বিন্দু দেন চিবুক উপরে পুষ্প অবতংসে যেহে, তোমার কুন্তলে । তুয়া প্রাণকান্ত কৃষ্ণ দেখ পরতেক ভাগ্য রাশি পুর্ণ ভূয়া ফলিল এতেক। এই ৰূপে রাধাকৃষ্ণ প্রেমের স্বভাবে । হর্ষভাব বৃন্দে চিত্ত কৈল। অতি ক্ষোভে ৷ অন্যান্য স্তস্ক প্রায় ক্ষণেক রহিলা কৰ্ত্তবা যজনে দুহু প্রস্তুত হইল৷ এইত কহিল রাধা কৃষ্ণ দরশন।