পাতা:গোবিন্দ লীলামৃত গ্রন্থঃ.djvu/১০৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গোবিন্দ লীলামৃত । oు জানি কারণ। পুষ্প তুলিয়াছি তুমি ক্ষম একবার করুণ। সাগর তুমি বিদিত সংসার। ইহাতে নারিল আমি শুনহ বিশেষ । রাজ প্রজাগণ বনে আছয়ে অশেষ । স্থি রচর আদি যদি কহে রাজস্থানে ! তোমা ছাড়ি দিলে রাজা রুষ্ট হবে মনে তোমা লাগ ন পাইয়া দণ্ডিবে আমীরে । অতএব ছাড়িবারে নারিল তোমারে । এত শুনিনিতম্বনী কহে মধুবাণী। ষোল ক্রোশ বৃন্দাবন শাস্ত্রে ইহা শুনি । এই রাজ্য বিত্ত তাতে সবে তৃণগণ। প্রজ বা কেমন তার কহ বিবরণ। ইহা শুনি ব্রজমণি হাসি কহে ভাষাপ্রজা যত আছে তার শুনহ বিশ্বাস কিশলয় দল আদি মত্ত হংস করি। করম্ভ কনক রম্ভ আছে বন ভরি ॥ মকর সদ্বেদ সিংহ সুধার হুদিনী। তাহাতে আছয়ে কতকাল ভুজঙ্গিনী। কমল মুকুল তাল বিল্‌ কুম্ভ করি। মৃণাল মদন পাশ অশোক বল্লী । চম্পক বিজুরি অলি মুক্ত হেম যত। শুক পিক শিখী ভূগী আদি করিকত। সফর চকোরী মৃগী খঞ্জনেন্দীবর । জবা বন্ধু জীব আর রক্ত উৎপল ৷ শিখর চ{ মর স্কুক্ষ যমুনা লহরী। কন্দর্পের শর ধনু আছে বন ভরি। আর কত কত অাছে গণনাকে করে । তুেমির তনুতে এই সব ধন হরে ৷ নিদ্ধ ন হইল। সব ব্যাকুল হুইলা । তোমা অন্বেষিরা তারা ক্ষিরয়ে আকুলা । এই নৰ্ম্ম ভঙ্গী শুনি রাই সুনয়নী অঙ্গের বিকার যত্নে করে আবরণি lা কহে কামী মিছা কথা স্বকৰ্ণে কে ধরে। ছোট কহি নিতস্বিনী দ্রুতগতি চলে। অবজ্ঞা গমন নেত্ৰ দেখিয়া মুরারি। কহে কথা যাবে তুমি আমু অনাদরি ॥মুগ্ধ বিবোক দিগ্ধ,ধনী অঙ্গে হৈল । এইকালে নাগ রেন্দ্র বসনে ধরিল৷ গোবিন্দ পরশে অঙ্গে আনন্দে উছলে । নানা ভাবে পুর্ণ হঞা তেরহে নেহ’লে ৷ কৃষ্ণ হাস্যমুখ পদ্ম