পাতা:গোবিন্দ লীলামৃত গ্রন্থঃ.djvu/১০৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গোবিন্দ লীলামৃত । به د: দেখি নিতস্বিনী। পদ্মমধু পানে যেন ভূষিত অলিনী নয়নে চঞ্চল নেত্র অবজ্ঞার প্রায়। অন্তে সুকৌটিল্য বাস্প পুৰ্ণ হৈল তায়। অরুণমাদৃষ্ট হৈল দেখিয়া রাধার। আনন্দ সমুদ্রে কৃষ্ণ করেন বিহার। তবেত সুমুখী তার করেতে হইতে। বসন অঞ্চ ল কাঢ়ি নিলা নিজ হাতে। সচঞ্চল বক্র মেত্র পুষ্পবাণ কৈল। তাতে বিদ্ধ হয়ে কৃষ্ণ বহু সুখ পাইলা । তবে হাসি কহে কিছু সুপক্ষ বদনী পরদ্রব্য লয়ে সাধু আপনাকে মানি । যতেক মাধুরী আর রম্য বস্তু যন্ত। প্রাক্কতাপ্রাকৃতে তাহ কে গণিবে কত । যার যত শোভা আছে সব চুরি করি। অন্য চোর পরিবাদে দেও মিছা বলি। সাধুত্ব ধাৰ্ম্মিকত্বাদি যতেক তো মীর । নগ্ন কুমারিকা সব সাক্ষী আছে তার। চুরি করি নিলা যার বসন ভূষণ । মন্তকে অঞ্জলি যারা করিলা স্তবন ॥ অভিনব যুবা তুমি সৰ্ব্ব গুণৰানে । কতেক যুবতী আছে ৰরজ ভুবনে ॥ তাঁর পিতাগণে কন্যা না দেন তোমারে । এই সব গুণ শুনি সবে ভয় করে ৷ সেই তাপে হেন বুঝি ব্রহ্ম চার হৈলা । তুরঙ্গম ব্রহ্মচৰ্য্যা এবে আরম্ভিলা ॥ মিথ্য বটু আপনাকে যদি জানাইলে । বটু হুয়্যা পরপত্নী লোভ কেনে কৈলে, বংশী দ্বারে ছুরি করি চর পরনারী। একাৰ্য্য বটুর নয় বুঝিতে না পারি ৷ হেন বুঝি বটু ছলে ৰসিয়াছ এথা। সতী কন্যাগণ ধৰ্ম্ম ধৃংসনে সৰ্ব্বথা । বৃন্দাৰনে বৃক্ষাছুর কছু রোপ নাই। বনাধীপ আনি, কহি করহ বড়াই । গোচারণে . সব তরু মূল কৈল নাশ মোর বলি ধাষ্ট্যকৰ্ম্ম করহ প্রকাশ ৷ বৃন্দাবন নিজ সখী বৃন্দার বন্ধিত। অভিষেক করি মোরে কৈলা নিবেদিত। অনঙ্গ এবনের রাজা মিথ্যা তুমি কহ। এ কথা কহিতে চিত্তে লজ্জা না করহ। নিজ কুণ্ডারণ্য এই কেবল