পাতা:গোবিন্দ লীলামৃত গ্রন্থঃ.djvu/১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

cभदिन जीजाबूड। 6. বিচারের না জানিয়ে দড়। তথাপিহ চিত্ত মোর করে ধকধকী। মনের প্রবোধ লাগি যত্ন মতে লিখি ॥ বৈষ্ণবগোসাঞি পায় কোটি নমস্কার। অদোষ দরশ চিত্ত সদাই যাহার ॥যদি মুঞ অতিশয় জড় অতিছার। না জানিয়ে শুদ্ধ সত্ব নত্বের বিচার। তথাপিহ অন্য নহে লিখি কৃষ্ণগুণ। আস্বাদনে বাঢ়ে সুখ পাপ হয় স্থান। নিজ দোষ কত মুঞিলিখিব বিস্তার। চলিতে না পারে এত পাতকের ভার। কৃষ্ণলীলা এজন লিখিতে সাধ করে। বিচার করিতে পড়ে লজ্জার সাগরে। অনন্ত সহস্র মুখে বৰ্ণিতে না পারে। ব্রহ্ম। শিব সনকাদি চিন্তয়ে অ ন্তরে। নারদ প্ৰহলাদ অাদি অনন্ত ভকত ব্যাস উদ্ধব আদি আর কত শত। ইহার নাপায় অন্ত হেন লীলা যার । মুঞি ক্ষুদ্র কীট হৈয়া কি পাইব পার । শুকদেব ঠাকুর ষেই লীলা রসময়। কিছু প্রকাশিল fতহে ভাগবতে কয়। সৰ্ব্বেশ্বরেশ্বর কৃষ্ণ এই সবার জ্ঞান। ব্ৰজবাসী জনের প্রেমভক্তি অনুপাম ॥ কে কহিতে পারে তাহ বিনা ব্ৰজবাসী। অহৰ্নিশি রহে যেই কৃষ্ণপ্রেমে ভাসি ৷ সৰ্ব্ব সুখস্থল কৃষ্ণের বৃন্দাবন ধাম সুখময় সঙ্গে সব তাহারি সমান। ইচ্ছা লীলা করে কৃষ্ণ মায়াগন্ধ হীন। পিতা মাতা দাস সখা ভাবেতে প্রবীণ ॥প্রেয়সী সহিতে সুখ বিলাস অপার গোবিন্দ লীলামৃতে এই লীলার বিস্তার। উপপতি ভাৰ কৃষ্ণের রাধিকাদি গণে। পরপত্নী ভাব ইহা সবাজন জানে। পরকীয়া বিলাস কৃষ্ণের রাধিকাদি লৈয়া । রসিক শেখর খেলে রসলোভি হৈয়া। কৃষ্ণের প্রেয়সী সবে কেহ নহে পর। রসের কারণে হয় লীলা স্বতন্তর। সাধন,