পাতা:গোবিন্দ লীলামৃত গ্রন্থঃ.djvu/১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Wł গোবিন্দ লীলামৃত। জানিতে ইহা জানিবে সৰ্ব্বথা । কিন্তু ব্ৰজবাসী জনে পরকীয়৷ তথা ৷ এইমত নিত্যলীলা যার নাহি নাশ রসিক ভকত যাহা পাইতে করে আশা কৃষ্ণের অচিন্ত্য শক্তি ইহার নি ত্যতা। অদ্ভুত ইহাতে নাহি দুর্ভাবনা ব্যথা ॥কৃষ্ণদাস কবি রাজের কৃষ্ণ সঙ্গে স্থিতি । অতএব ব্যক্ত কৈল সে সব চরিাত। তাহার চরণে করি কোটি নমস্কার। প্রকাশিল ষেহে কৃষ্ণ লীলার ভাণ্ডার। প্রাকৃতে লিখিয়া বুঝি এই মোর সাধ । এসব সংপূর্ণ হয় বৈষ্ণব প্রসাদ। উজ্জ্বল কৃষ্ণভক্তি যেহে। তাঁর প্রাণ ধন। প্রেমময় লীলা এই সৰ্ব্বোত্তমোত্তম । অত্যন্ত নিগুঢ় কথা প্রকাশ করিতে। আনন্দ বিষাদ ভয় পূর্ণ হৈল চিত্তে।iঅথবা কৃষ্ণের লীলা অনন্ত অপার। কে আছে এমন যেই করে অন্ত তার 1 এক দিনের লীলাক্রম সংক্ষেপ ক রিয়া । লিখি মন বুঝাইব এই মোর হিয়া৷ কিন্তু এই পরিবার সঙ্গে অনুক্ষণ প্রকটাপ্রকট লীলা নাহি বিশ্রমন। প্রকটেও পরকীয়া অপ্রকটেও সেই পরিবার ভিন্ন নহে নিত্যৰূপ যেই ৷ গুহাতিগুহ এই পরকীয় রস সদা কৃষ্ণ আস্বাদয় হৈয়া যার বশ । তথাহি। মধুরাশ্চৰ্য মাধুর্য মানন্দামৃত সাগরং । পরকীয়া মহাভাব নমস্যা মরুসিকতা : , পাষণ্ড লাগিয়া দদা ভয় লাগে চিত্ত্বে। পাষণ্ডন রহে যথা গোবিন্দ চরিতে। তবে যদিতকে কেহ করে উপহাস । সৰ্ব্ব থায় গলে সে বান্ধিল,যমপাশ ॥ক্লঞ্চ কৃষ্ণভক্তগণের যে করয়ে