পাতা:গোবিন্দ লীলামৃত গ্রন্থঃ.djvu/২৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গোবিন্দ লীলামৃত। ૨(t૭ আমুলতাগণ। দ্রাক্ষ নাগবল্পী আর বনজানুপম ৷ বৃক্ষলত গণ সব কল্পবৃক্ষ সম। কৃষ্ণ গোপীগণের সে অভীষ্ট পুরণ। পুষ্পবতী অমালিনী সংদৃষ্টি রজস সুকুমারী প্ৰসবত মুগ্ধ যে সরস । রাত্রিণদনে কৃষ্ণসনে গোপাঙ্গন গণ । বিহার করিতে হৈলা শু্যামল বরণ ৷ শ্যামলতা ছলে তার রহে স্তন্ধ হৈয়া । স্থাবর হইলা এবে জঙ্গম হইয়া। কৃষ্ণ আলোকনে সহচরী দাসী গণ স্তব্ধ কণ্টকিত গুলালত মনোরমাত্রশক্তি ভূশক্তি লীলা শক্তি আর । কৃষ্ণ সেবা লাগি লোভ বাঢ়িল অপার। বহু পুণ্যে স্থাবরতা বৃন্দাবনে হৈলা । জাতি ধাত্রী তুলসীতে আত্ম প্রকা শিল । সরস্বতী দুর্গ। আদি গোবিন্দ দর্শনে । অতি তৃষ্ণ হৈল তারা রহে বৃন্দাবনে 1 সোমবল্লী হরীতকী ছলেত রহি ল। পরম-আনন্দে সবে স্থাবর ভৈ গেলt.l। অনেক পদ্মিনী গণ কৃষ্ণে সুখ দিতে। জলে স্থলে রহে সৰে স্থির বহুমতে । কৃষ্ণপক্ষে শুক্লপক্ষে এদিন রজনী । প্রফুল্লত হৈয়। রহে স্থাবরতা জানি । শরালী আছয়ে জলে স্থলে বহুতর । ঋষিগণ জলেস্থলে হয়ে স্থিরচর। কৃষ্ণ তুষ্টি লাগি কুঞ্জে কমলা পূজিত কমলা আছয়ে তীরে কমলা বেষ্টিত। রক্তাক্ষ রহিত প্রাণী বহুত আছয়। রক্তাক্ষ রক্তাক্ষ আছে রক্তাক্ষ নিচয় ৷ কলিতা হীন বৃক্ষ আর কলিতা পুরিত । ভয়ঙ্কর প্রাণী হীন সদা প্রাণী উত। বিহীন খজুর আর পলাশ প্রবীণ। কি অপূৰ্ব্ব শোভ সেই কনকের চিহ্ন। কনকে রচিত ভূমি কনক কনকে। কনক কনক আর বেষ্টিত কনকে। ক্রমুক রহিত স্থান অতি মনে হরে। ক্রমুক ক্ৰযুক আর ক্ৰযুক বিস্তারে । জঙ্গম প্রিয়ক আর প্রিরক জঙ্গমে স্থাবরে প্রিয়ক আর অতি মনোরমে। জঙ্গ 1! २२ !!