পাতা:গোবিন্দ লীলামৃত গ্রন্থঃ.djvu/২৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२68 গোবিন্দ লীলামৃত। মে ময়ূর আর স্থাবর ময়রে। বিহীন বকুল আর পূর্ণ সুৰকুলে তমাল বিহীন আর তমল অtছয় । দ্রুমে বিক্রমে সব মহী বিস্তারয়। কৃষ্ণ সারা ক্লষ্ণসার রুরুভি রুরুভি। শম্বর শম্বর ব্যাপ্ত সৰ্ব্ব চিত্তে লোভে ৷ রোহিম রোহিষ প্রিয় স্থলে ব্যাপ্ত হুৈল । হরিওলি ভার ইস্তক শব্দে বেয়াপিল । বৎসর গলব আরশাণ্ডিল্যাদি মুনি। সেই পক্ষ শব্দ তার করে যেমন । বৃক্ষমূলে চারা আর কুটিয়ার গণ চারি কোণ ছয় কোণ কাহু অষ্টকোণ ॥ মণ্ডল আকার কোন কুটিমার গণ । বিবিধ মণি তে চিত্র সোপান সীজন । গল সম উচ্চ কেহ কেহ নাভি সম কাহ নাভি প্রোণী উৰু কাহ জানু সম । নীল রক্ত বদ্ধ মণি বোন সুকুটিমা। চন্দ্রকান্ত মণি চার তাহাতে ঘটনা । কোনখনে চন্দ্রকান্ত মণির কুটিম । নীল রক্ত মণি চরা তাহ অনুপম । হেমবৃক্ষে নীলমণি লতিকা উঠয়। নীলমণি বৃক্ষে হেমলভ বিলসয় । স্ফটিক মণির লতা প্রবাল তরুতে । স্ফটিকের বৃক্ষে পদ্ধ রাগের ত্রভেতে । মরকত রক্ষে লতা চন্দ্রকান্ত মণি। প্রফুল্লিত বৃক্ষলতা সুন্দর সাজনী । ইন্দ্র নীল মণি ভূমে হেম বৃক্ষহয়। প্রবালের বৃক্ষ ভূমি স্ফটিকে আছয়। স্বর্ণভূমে স্ফটিকের বৃক্ষ মনোহর। নীলমণি রক্ষারণ ধরার উপর । মরকত মণি ভূমে পঘাগ মণি বৃক্ষ মনোহর অতি শাখার সাজলি ৷ বৃক্ষগণে হেমস্কন্ধ ডাল শ্বেতমণি । উপডাল গণ তাতে সাজে নীলমণি । মরকত মণি পত্র গল্পরাগ প্রবাল । স্ফটিক কুসুম স্থল যুক্ত ফল মাল। অন্য বৃক্ষগণ ঐছে উলট ঘটনা । বিস্তার করহে গ্ৰস্থ বাতুল্য রচনা । সেই বৃক্ষগণ ফলে সৰ্ব্ব বাঞ্ছা পূরে আশ্চৰ্য্য ফলের কথা সম্পূট আকারে। কৃষ্ণ আর ঐকৃষ্ণের রমণী নিচয় । বস্ত্ৰ অলঙ্কার গন্ধ পূর্ণ তাতে