পাতা:গোবিন্দ লীলামৃত গ্রন্থঃ.djvu/২৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গোবিন্দ লীলামৃত। ર(t(t হয়। সহজ স্বভাব তার পুষ্প যত হয়। মালাকৃতি পুষ্প সব মনোহর ময় । কলশ বহয়ে কুষ্মাণ্ড ভূমির সমান। কৃষ্ণ লীলোচিত বস্তু রংে মধ্যস্থান। কুঞ্জগণ শোভা হয়ে অতি মনোহরে । অষ্টদিগে বৃক্ষশাখা প্রশাখা উপরে। শাখা২ মিলি হৈল মণ্ডপ আকার। চতুদিগে লতা হয় ভিত্তিমনোহর । অত্যন্ত নিবিড় লভ। কুসুম পুরিত। ভ্রমর ঝঙ্কারে তথা কোকিলের গীত, অতি ঘন পত্র বৃক্ষ শাখার উপরে। পত্র পুষ্প ফল চিত্র আচ্ছাদুন করে । তাহার উপরে ভূমি মণি বিরচিত। তাহাতে কুসুম শয্যা সুগন্ধি পূরিত । উপরেত চন্দ্ৰাতপ নানা চিত্র তাতে । অভরণগণ আছে রতন রচিতে । উপধান মধুপাত্র তাম্বল ভাজন। জলপাত্র গন্ধপত্রে মুকুর ব্য: জন সিন্দর অঞ্জন পাৱ সমস্ত আছয়। মণিময় গেহ তুল্য কুঞ্জগণ হয় । হিন্দোলিকা আছে নানা মণিতে রচিতে । চিত্র বস্ত্র চিত্র পুষ্প তাহাতে নিৰ্ম্মিতে ৷ কপবৃক্ষ শাখা শাখা একত্র মিলন । কৃষ্ণ তাতে কেলি করে লৈয়া প্রিয়াগণ । কপোত পারাবত কোকিলাদিগণ । হরি তাল পিঞ্জল আর টিটিভানু পম। ময়র চকোর আর চাতক পুরিত। চসপক্ষ নারাপক্ষ বাৰ্ত্তক সহিত । শুক শারী পক্ষ আর চাতকাদি যত । কলিঙ্গ তিত্তির পদাযুদ্ধ আদি কত । কোকব্যাড ব্যাঘ্রাটভ আদি পক্ষগণ। সুশব্দবিলাস করে অতিমনোরম। তার মধ্যে হেম স্থলী অতি পরিসর । চতুদিগে কপিবৃক্ষ নিকুঞ্জ মণ্ডল। তার মধ্যে চিত্রমণি মন্দির আছয় কপবৃক্ষ কোণে মণি কুটিমা নিচয় ৷ মন্দির চৌপাশে শোভে শোণ ললিত । চারি কোণে কপবৃক্ষ সফল পুষ্পিত । মন্দিরের মাঝে ছেম সিংহাসন আছে । তাতে সিংহগণ চিত্র ভাল সাজিয়াছে । সিংহ অঙ্গ ।