পাতা:গোবিন্দ লীলামৃত গ্রন্থঃ.djvu/৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ჯ)& গোবিন্দ লীলামৃত। ভে কৃষ্ণে করায় উন্মত্ত ৷ স্বর্ণবর্ণ পাকাপাণে বীড় যে বান্ধিল । এলাচি কপুর জাতিফল তাতে দিল । খদির গোলিক চূর্ণ কদুর সহিতে- সুবর্ণ সম্পুট আনি ভরিলা তাহাতে। তুলশী কস্তুরী প্রতি কহে তবে ধনী । মালা বড়। লঞ যাহ যথা ব্রজমণি। সুবল বৃন্দার সনে বিচার করিয়া । তৎকাল আসিহ স্থল সঙ্কেত জানিয়া । তাহারে বিদায় দিয়া তবে সুবদনী । পঙ্কান্নাদি সজ্জা করে সুধা নিৰ্ম্মঞ্চনি ৷ কৃষ্ণ পঞ্চেন্দ্রিয় তৃপ্ত করে যাহা হৈতে আশ্চৰ্য্য পক্কান্ন করে সহচর সাথে। কপূরকেলী আর অমৃতকেলী নাম। অন্তত লড়ড,কৰ্ণ কৈলা অমৃত সমান । পাঠাইল নিজ সখী কৃষ্ণ অন্বেষণে । আপনে আছেন কৃষ্ণ কৰ্ম্মে নিমগনে ৷ তথাপিহ কৃষ্ণচন্দ্র মুখ দরশন। লাগি রাধা চকোরিণী চিত্ত উচাটন ৷ কৃষ্ণ আদর্শনে ক্ষণ কোটিযুগ মানে ! এসব প্রেমের কথা কে কহিতে জানে।এইত কহিল কৃষ্ণের বনেতে গমন । যাহা হৈতে পাবে রাধা কৃষ্ণপ্রেমধন। গোবিন্দ চরিতামৃত কথা মনোরম শুনিতে যুড়ায় মন কর্ণের মরম ৷ পঞ্চস্বর্গে বৃন্দাবন গমন বিহার । এযদু নন্দন দহে অমৃতের ধার। ইতি শ্ৰীগোবিন্দ লীলামৃতে বন গমনং নাম পঞ্চমঃ সগঃ 11 ৫ ৷৷ вище প্রবিষ্ট্রোথ বনং পশ্চাৎ পশুন বলিতকন্দরং । উজ্জিভূম্ভে হরিবীক্ষ্য নিবৃত্তান ব্রজবাসিনঃ ॥ জয় জয় শ্ৰীকৃষ্ণ চৈতন্য রসধাম । তোমার চরণার বৃন্দে ভক্তি দেহ দান। শুন শুন সাধুলোকগোবিন্দ চরিত। চৈতন্য থাকিতে কেনে এরসে বধিত । এক্ষণে কহি যে কৃষ্ণের বনের