পাতা:গোবিন্দ লীলামৃত গ্রন্থঃ.djvu/৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গোবিন্দ लौनाबूड l ৩১ বিহার। অত্যন্ত অপূৰ্ব্ব কথা লাগে চমৎকার। বনে কৃষ্ণচন্দ্র তবে প্রবিষ্ট হইলা । ফিরি দেখে ব্ৰজবাসী সব গৃহে গেলা । দেখিয়া আনন্দ অতি পাইলেন হরি । আন্ধু পাদ ত্যাগে যেন সুখি মন্তকার। ব্ৰজবাসী বৃন্দনের শৃঙ্খল হইতে। যুক্ত হঞা গেল। বনে সখার সহিতে ৷ ব্ৰজবাসী নেত্রে কৃষ্ণ চিত্ৰপট ছিল । সে বন্ধন ছিড়িয়া কৃষ্ণ বনে প্রবেশিলা । অনেক প্রকার করে বিহার মাধুরি। সখীগণ সনে কত বচন চাতুরি ॥ কোন সখী নৃত্যকরে কোন সখী গায়। কেহ হাসে কুদে কেহ গড়াগড়ি যায়। কেইনৰ্ম্ম বিচারয়ে কেহু হর্ষভরে । বন্ধন ঘুচিলে যেন মত্ত্ব করিবরে ৷ মাতার নিকটে কৃষ্ণ রহেন যে ৰূপে । কোন সখা রহে সখা কাছে সেই ৰূপে । কেহত হইল৷ যেন অঙ্গনার প্রায়। চঞ্চল নয়ন করি কৃষ্ণমুখ চায় । কার বাক্য অন্যথা করয়ে কেহ আর কেহ লতা আড়ে রহে ব্ৰজ স্ত্রী আকার। বস্ত্রে মুখ আচ্ছাদিয়া কিঞ্চিৎ প্রকাশে। চঞ্চল নয়ন করি আপ অলপ হাসে । কোন সখা তুৈলা যেনগোধন আকারে । উদ্ধ মুখ উদ্ধ কর্ণ মহী ধরে করে। বিনত হইয়া কেই পড়েন তথাই ] কেহ শব্দ পড়ে কেহ সে সব খণ্ডাই। দণ্ডে দণ্ডে যুদ্ধকরে কেহ ভূজে ভুজেলগুড় ফিরাণকে দেখি মরোরঞ্জে । কেহ নৃত্যকরে কেহ হাসয়ে অপার । এহু ৰূপে করে কৃষ্ণ সন্তোষ বিস্তার। বৃন্দাবনে যবে কৃষ্ণ প্রবেশ করল। দেখি বৃন্দাদেবী চিত্তে আনন্দ হইল৷e৷ বিষন্ন আছয়ে বন কৃষ্ণের বিচ্ছেদে। স্মচেতন প্রায় সবে শ্ৰীকৃষ্ণের খেদে। স্থাবর জঙ্গম সব অচেতন প্রায়। বৃন্দাদেবী সবাকারে চেতন করায়। 1] & ll