পাতা:গৌড়ীয়-সাহিত্য.djvu/১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গৌড়ীয়-সাহিত্য 어 “শ্রিয়ঃ কস্ত কস্তঃ পরমপুরুষঃ কল্পতরবো দ্রুমা ভূমিশ্চিন্তামণিগণময়ী তোয়মমৃতম্। কথা গানং নাট্যং গমনমপি বংশী প্রিয়সর্থী চিদানন্দং জ্যোতিঃ পরমপি তদা স্বাদ্যমপি চ ॥” সাহিত্যের অদ্বিতীয় নায়ক-নায়িকা অখিলরসামৃতমুৰ্ত্তি এক নবকিশোর-নটবর—সেই সাহিত্যের অদ্বিতীয় নায়ক, তার সাহিত্যের সান্দ্র-মুৰ্ত্তি—কিশোরীশিরোমণি বৃষভানুনন্দিনী—যার চিত্তেন্দ্রিয়কায় সব সাহিত্য—যার প্রতি অঙ্গ-প্রতঙ্গ—প্রতি হাব-ভাব—প্রতি বসনভূষণ পূর্ণতম, সুন্দরতম সান্দ্র-স্বরাট সাহিত্য—যে সাহিত্য জগন্মোহন কৃষ্ণকে মোহিত করে। জগতে বহু তরুণাভিমান, তাই এখানকার সাহিত্য বিরস উৎপাদন করে। কিন্তু শ্বেতদ্বীপে এক কিশোরই—কান্ত, কিশোরীকুল—কান্ত। ; এক কিশোরের সেবা-সাহিত্য-সস্বৰ্দ্ধনাই— সেখানকার মূলমন্ত্র। সাহিত্যের বিভাগ সাহিত্যকে আমরা দু’ভাগে বিভাগ করতে পারি,— একটা হচ্ছে—স্বরাটের সাহিত্য-মানুষকে যা সত্য সত্য স্বরাজ দিতে পারে—যা”কে অপ্রাকৃত-সাহিত্য বলা যায় ; আর একটা হচ্ছে—বিরাটের সাহিত্য—যেটা স্বরাটের বাইরের অঙ্গের আপাত মনোমুগ্ধকর একটা প্রতিফলিত