পাতা:গৌড়ীয়-সাহিত্য.djvu/৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

९३ গৌড়ীয়-সাহিত্য রাগে সাহিত্য-সান্দ্র-দেবতার আরতি করলেন। সাহিত্যভাণ্ডার বিশ্বের দ্বারে বিস্তারিত হ’য়ে পড়তে থাকৃলে" । যে শ্রুতি-সরস্বতী একদিন মহান প্র বৈ পুরুষঃ”, “যদা পশু পশুতে রুক্সবৰ্ণং”, “সৈষা আনন্দস্ত মীমাংসা ভবতি” প্রভূতি মন্ত্রে অফুট স্বরে সাহিত্য-নায়কের আগমনী গান করেছিলেন —যে দিন নৈমিষ-কানন মুখরিত ক’রে নৈমিষ-সাহিত্যস্বরসুন্দরী আর একটুকু স্পষ্টমুরে “কৃষ্ণবর্ণং ত্বিষাহকৃষ্ণং” স্তোত্রে সাহিত্য-নায়কের অধিবাস-আরতি ক’রেছিলেন— যেদিন পদ্মাৰতী-চরণ-চারণ-চক্ৰবৰ্ত্তী জয়দেব নব-বসন্তের আগমনের প্রাক্কালে কোকিলের কাকলীর ন্তায় গৌড়পুরের গঙ্গার তটে “মেঘৈমেরিমম্বরম্” মন্ত্ৰ মধুর-কোমলকান্তপদাবলীতে সাহিত্য-পতির আগমনী-গীতি গান ক’রেছিলেন —যেদিন চণ্ডীদাস “এরূপ হইবে কোন দেশে”—এই গৌরচন্দ্রিক গান ক’রে গৌড়ীয়গণের “কাণের ভিতর দিয়া মরমে পশিয়া মনঃপ্রাণ আকুল” ক’রে দিয়েছিলেন—যেদিন বিদ্যাপতি “কি কহব রে সখি আজুক আনন্দ ওর। চিরদিন মাধব মন্দিরে মোর” সঙ্গীতের মুচ্ছ নায় শান্তিপুর-নাথের হুঙ্কার-মোদ বৃদ্ধি করেছিলেন, সেদিনও গৌড়বাসী বুঝতে পারে নাই গৌড়ীয়-সাহিত্য-কাননে সাহিত্যের সান্দ্রমূৰ্ত্তি ল’য়ে যে সাহিত্য-সরস্বতীর নায়ক স্বয়ং অবতীর্ণ হ’বেন । যখন রাধামাধব-মিলিত-তনু গৌড়ীয়ের নাথ তার সমগ্র |-সাহিত্যকে স্বরাটু-সাহিত্যের সান্দ্রসঙ্গীতরূপে সজ্জন