বিষয়বস্তুতে চলুন

পাতা:গৌড়ের ইতিহাস (প্রথম খণ্ড).djvu/১২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ষষ্ঠ অধ্যায় । న)&) বলেন,—গোপাল প্রথমে গৌড়ে রাজত্ব আরম্ভ করিয়া পরে মগধ জয় করেন । এই উক্তির পরিপোষক কোন প্রমাণ এ যাবৎ পাওয়া যায় নাই । পাল রাজগণের রাজারম্ভের কিঞ্চিৎপৃর্বে শান্তি রক্ষিত নালন্দার বৌদ্ধ মঠের প্রধান অধ্যাপক ছিলেন । ইনি বঙ্গদেশের অন্তর্গত জাহর প্রদেশের রাজপুত্র ছিলেন। পরে বৌদ্ধ-যতি-শ্রেণীতে প্রবেশ করেন। ইনি তিব্বতরাজ থিসরং দেংসাং কর্তৃক আহত হইয়া, তিব্বতে গমনপূৰ্ব্বক বৌদ্ধধৰ্ম্ম প্রচার করেন। গুরু পদ্মসম্ভব শান্তি রক্ষিতের ভগিনী মন্দারবাকে বিবাহ করেন । পদ্মসম্ভব উদ্যান দেশবাসী ছিলেন । ইনি নালন্দামঠের তান্ত্রিক যোগাচার্য্য ছিলেন। ইনি ও থিসরং দেংসাংএর আহানে নেপাল দিয়া তিব্বতে গমন করেন । ৭৪৭ খৃষ্টাব্দে ) । প্রবাদ যে, ইনি তিব্বতের সাম্পূনদীকে এক পৰ্ব্বতের ফাটলের মধ্য দিয়া প্রবাহিত করিয়া ব্রহ্মপুত্রের সহিত মিশাইয়া দেন। ইনি পথিমধ্যস্থ পাৰ্ব্বতীয় জাতিগণের দেবদেবীগণকে বৌদ্ধদেবশ্রেণীতে আনিয়া যে উপাসনা-প্রণালী সৃষ্টি করেন, তাহ তাহাদের উপযোগী হইয়াছিল। পদ্মসম্ভব ও দন্তপুর বিহারের আদর্শে সম্যাস নগরে যে মঠের প্রতিষ্ঠা করেন, শান্তি রক্ষিত ত্রয়োদশবর্ষ তাহাতে অাঁচার্সোর কার্য্য করেন । লাসনগরে ইহার প্রতিমূৰ্তি আছে। মিঃ ওয়াডেল সাহেব অনুমান করেন যে, ইনিই লামাপদের সৃষ্টিকর্তা । তিববত রাজ সদন লেহাসের আহবানে শান্তিরক্ষিতের শিক্ষা কমলশীল তিববতে গমন করেন । পাল রাজগণের দ্বারা নালন্দা বিহারের বিস্তর উন্নতি সাধিত হয় । এই প্রসিদ্ধ বিহার মহারাজ অশোক কর্তৃক প্রতিষ্ঠিত হয় । ইহার প্রকৃত নাম নরেন্দ্রবিহার । এই মঠে মাধ্যমিক মঠের প্রতিষ্ঠাতা নাগাৰ্জ্জুন প্রধান অধ্যাপকের কার্য্য করিয়াছিলেন। নাগসেন, গুণমতি-বোধিসত্ত্ব, প্রভামিত্র, জিনমিত্র, চন্দ্রপাল, স্থিরমতি, জ্ঞানচন্দ্র, শীঘ্রবৃদ্ধ প্রভৃতি ভুবনবিখ্যাত