পাতা:গৌড়ের ইতিহাস (প্রথম খণ্ড).djvu/১৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>(?や2 গৌড়ের ইতিহাস । যচ্চারিত্র মুচিস্তাপরিচয়গুচয়ঃ স্মৃক্তিমাধবীক ধারা: পারাশর্যোণ বিশ্ব শ্রবণপরিসরপ্রাণনায় প্রণীতাঃ ” উমাপতি ধরের এই বাক্যে জানা যাইতেছে—সেন-বংশ, কৌরব বা পাণ্ডব-বংশ হইতে উৎপন্ন । স্কন্দপুরাণের সহাদ্রিখণ্ডে বীরসেন নামক এক দক্ষিণাত্যবীরের নাম আছে ; যথা – R “সেমিনীদেবতাভক্ত: শাণ্ডিল্যাখ্য-ঋযেঃ কুলে । মহারাজ ইতি খাতস্ততোহভূড়বশঙ্কর; ৷ তদন্বয়ে চক্ৰবৰ্ত্তী দুমৎসেন ইতীরিতঃ । তদন্বয়ে বীরসেনঃ কাস্তিমালী ততোহপি চ ||” সহাদ্রিখণ্ডে পূৰ্ব্বাদ্ধে ৩৪৷২৫-২৬ শ্লোঃ । হণ্টার সাহেব মনে করেন, বীরসেন অযোধ্যা হইতে বাঙ্গলায় আগমন করেন । দেবীপুরাণে অযোধ্যার বীরসেন নামক রাজার নাম আছে । আনন্দভট্টের ‘‘বল্লাল চরিতে” আছে—বীরসেন কর্ণের বংশে জন্মপরিগ্রহ করেন, এবং অঙ্গদেশ হইতে, গৌড়ে আগমন করেন।* ভারতবর্ষের ভিন্ন ভিন্ন স্থানে বীরসেন নামক অনেক রাজা রাজত্ব করিয়াছেন । “হর্ষচরিতে” আছে—রাজ-গজাধ্যক্ষ স্কন্দগুপ্ত হৰ্ষবৰ্দ্ধনকে বলিতেছেন, মহাদেবীর গৃহের গৃঢ়ভিত্তিতে লুক্কায়িত থাকিয়া মহাদেবীর ভ্রাতা বীরসেন স্ত্রী-বিশ্বাসী কলিঙ্গ-রাজের মৃত্যুর কারণ হইয়াছিল। “হর্ষচরিতেই”

  • বোধ হয়, বীরসেনের পূর্বপুরুষ অঙ্গদেশ হইতে দক্ষিণাপথে উপনিবিষ্ট হন । “বি প্ৰকুলকল্পলতিকা” গ্রন্থের মতে, দাক্ষিণাত্য-বৈদ্যরাজ অশ্বপতিসেনের বংশে চন্দ্রকেতু সেন জন্মগ্রহণ করেন, উtহার বংশে বীরসেন উৎপন্ন হন ; বীরসেনেগ্ন বংশজাত বিক্রমসেন বিক্রমপুর নগর স্থাপন করেন । "বিপ্রফুলকল্পলতিকা’র মত কতদূর প্রামशिक, उiह१ दल धांम्न मां ।