সপ্তম অধ্যায় । ➢ ¢ማ সোঁবীরপতি অন্ত এক বীরসেনের নাম পাওয়া যায়। এই সকল বীরসেন সেনবংশের পূৰ্ব্বপুরুষ নহেন ; উমাপতি ধর স্পষ্টই লিখিয়াছেন,— বীরসেন দাক্ষিণাত্য ক্ষেীণীন্দ্র ছিলেন। সেন-রাজবংশীয় অনেক রাজা শঙ্করগৌড়েশ্বর’ উপাধি ধারণ করিতেন ; ইহাতে বোধ হয়, সহাদ্রিখণ্ডে যে বীরসেনের নাম আছে, তিনিই সেনবংশের পূর্বপুরুষ। সামন্ত সেন । বীরসেনের বংশজাত সামন্তসেন, কর্ণাটের রাজা ছিলেন । তিনি কর্ণাটলুণ্ঠনকারীদিগের মহৎকদন করিয়াছিলেন, যথা— “দুৰ্ব্বত্তানাময়মরিকুলাকীর্ণকর্ণাটলক্ষ্মীলুণ্ঠকানাং কদনমতনোত্তাদৃগেকাঙ্গবীরঃ । যস্মাদষ্ঠাপ্যবিহিতবসামাংসমেদ: সুভিক্ষাং হৃষ্যৎ পৌরস্ত্যজতি ন দিশং দক্ষিণাং প্রেতভৰ্ত্ত ॥” সামন্তসেনের সময় কর্ণাটলক্ষ্মী অরিকুলাকীর্ণ ছিল । তিনি অন্তর্বিদ্রোহে উত্যক্ত হইয়া কর্ণাট ত্যাগ করেন । এদেশে কিম্বদন্তী আছে, সেনরাজগণ অম্বষ্ঠজাতীয় ছিলেন। বাঙ্গলার বৈদ্যজাতি, সেন-রাজগণকে বৈদ্য বলেন ; এদেশের আপামরসাধারণেরও সেইরূপ বিশ্বাস। বাস্তবিক সেন-রাজগণ ক্ষত্রিয় ছিলেন। গরুড়পুরাণে দৃষ্ট হয়, অম্বষ্ঠদেশ ভারতবর্ষের দক্ষিণ-পশ্চিমাংশে অবস্থিত। দেশের নামানুসারে জাতির নাম হওয়া বিচিত্র নহে ; অম্বষ্ঠদেশের ক্ষত্রিয়দের অম্বষ্ঠ নাম হইয়াছিল । গরুড়পুরাণের শ্লোকটি এই – “কর্ণাটাঃ কাম্বোজঘণ্টা দক্ষিণাপথবাসিনঃ ॥ অম্বষ্ঠা দ্রবিড়া লাটাঃ কাম্বোজা; স্ত্রীমুখা: শকা: আনর্ভবাসিনশ্চৈব জ্ঞেয়া দক্ষিণ-পশ্চিমে ” ৪৫।১৫
পাতা:গৌড়ের ইতিহাস (প্রথম খণ্ড).djvu/১৮৫
অবয়ব