পাতা:গ্রহবিপ্র ইতিহাস.djvu/১৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>)>8 গ্রহবিপ্র ইতিহাস ه স্তনতটের সংসর্গ জনিত স্বখাবেশে ঈষৎ নিদ্রাভাব প্রাপ্ত হইতেন, সেই বিশ্বম্ভর দেব সকলের মঙ্গল বিধান করুন । ত্রিলোকমণি স্বর্যাদেব জয়যুক্ত হউন । ৰে স্থৰ্য্যদেবের বাসজন্য দুগ্ধ সমুদ্র বেষ্টিত শাকদ্বীপ পবিত্র হইয়াছে! যে শাকদ্বীপে ব্রাহ্মণগণ মগ (স্বর্ধ্যোপাসক নামে খ্যাত। ভ্ৰমিযন্ত্র ( কুদাইপার যন্ত্র ) দ্বার স্বর্ঘ্যের শরীর হইতে উৎপন্ন সেই ব্রাহ্মণ গণেৰ বংশ, যাহার শাস্ব কত্ত্বক আনীত হইয়া স্বীয় মঃি মায় জগতে পূজনীয় হইয়াছেন, তাঙ্গর জয় যুক্ত চটক । এই সকল মগ ব্ৰাহ্মণগণের মধ্যে যিনি এই বর্ণিত বংশের প্রথম ঘ{ বীজপুরুষ তাহার নাম ভরদ্বাজ । তিনি সকল বেদে পারদর্শী বুদ্ধিমান, নিত্তাযজনশীল, মগদ্বিজ বংশের ভযণস্বরূপ, ভুবনোদ্ধার জন্য আ’বভ", তপস্বী ছিলেন । ইহার বংশ শতাধিক শাথায় বিভক্ত হইয়াছিল । এই বংশে স্তুব সকলেক বিদ্যা, যশ ও তপ: প্রভাবে ব্রাহ্মণগণের শ্রেষ্ঠ ছিলেন । এই বংশোদ্ভব দামোদরের চক্রপাণি নামে গুণিশ্রেষ্ঠ এক পুত্র জন্মে । ইনি কবিত্ব ও তপঃপ্রভাবে দ্বিতীয় বালী'ক বলিয়া ও সাক্ষাৎ চতুমুৰ্থ ব্ৰহ্মা বলিয় কীৰ্ত্তিত কইতেন । মরিচিতনয় কণ্ঠপের ইন্দ্রোপেন্দ্র দুইপুত্রের স্তায় এই চক্রপাণির মনোরথ ও দশরথ নামে দুষ্ট পুত্র জন্মে। ইহাব কুলোচিত সংক্রিয়ার রক্ষাকত্ত ছিলেন । ইহাদের বিদ্যা, আচার, শুচিত, ও স্বভাবজনিতকীৰ্ত্তি দ্বারা জগৎ পবিত্র হইয়াছিল। পরস্পর অচ্চেপ্ত ভ্রাতৃপ্রেমে আবদ্ধ এই ভ্রাতৃমুগলকে মানরাজপতি শ্ৰীবর্ণমান নামক নরপতি, রাজ্যের গৌরববৃদ্ধি জন্ত নিজ রাজ্যে অনিয়ন করেন এবং রাজার প্রার্থনায় ইহার সেই স্থানে বাস করিতে থাকেন। কিছুকাল পরে জ্যেষ্ঠ মনোরথ, সমুদ্রতটে পুরুষোত্তমে গমন করিয়া চন্দ্রগ্রহণ দিনে পিতৃগণের তৃপ্তিকামনায় সৰ্ব্বস্ব বিতরণ করিয়া ছিলেন ।