পাতা:গ্রহবিপ্র ইতিহাস.djvu/১৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>>b" গ্রহবিপ্র ইতিহাস

বংশের অধিকারে ছিল। পরে উমর সিংহের পৌত্ৰ কুমার সিংহ কিছু iদ, হুইল ঐ সকল জমি বাজেয়াপ্ত করিয়া মুসলমানকে বিক্রয় করিয়াছে * দেওবরুণার্ক গ্রামে এখনও শাকদ্বীপি ব্রাহ্মণ বাস করিতেছে । এখানে জনপ্রবাদ যে রাজ হলোম, কুণ্ঠরোগ মুক্তির জন্য শাকদ্বীপীয় ব্ৰাহ্মণদিকে গয়ায় আনয়ন কবেন । এইরূপে বহু পুরাণ, ধৰ্ম্ম শাস্ত্র প্রভৃতি হইতে ও শিলালিপি হইতে শাকদ্বীপীষ ব্রাহ্মণগণের শ্রেষ্ঠতা, রাজগণের নিকট সম্মান ও গ্রহরাজ সূর্য্যের ও অন্যান্য দেবালয়ের পূজায় এবং শান্তি কার্ধে ইংৰ্ণদেরই এক মাত্র অধিকার কানা যায় । অন্তব্রাহ্মণ বেতনগ্রক্ষণ পূৰ্ব্বক দেব পূজায় নিযুক্ত হইলে শাস্ত্রানুসাবে দেবল নামে অভিহিত, ঘৃণাৰ্হ্য ও নরকগামী হরলেন । বহুবিধ শাস্ত্রীয় প্রমাণ দ্বারা পূৰ্ব্বে প্রমাণিত হইয়াছে যে, এক সময়ে সমস্ত পৃথিবী জলমগ্ন ছিল ভংপরে মেরুপৰ্ব্বত প্রথমে উখিত হয় এবং তাহাতে অধিদেব চতুমুখ ব্ৰহ্মা জন্মগ্রহণ করেন। তাহা হইতে মরীচি অন্ত্রি ভূতি দশ জন ঋষির জন্ম হয় । এষ্ট ঋষিগণের বংশধরগণচ দেব, আদিত্য, পিতু, রুদ্র, বসু, গন্ধৰ্ব্ব, বৃক্ষ, রাক্ষস, গুহক, সাধ্য, অন্সর, নাগ, মন্ত্র্য, অসুর, দৈত্য, দানব, সপ, কালেয়, পক্ষী, ৰুক্ষ, বানর ৬ পৰ্ব্বত প্রভৃতি নানা নামে নানা দেশে খ্যাত হইয়াছে । ফ্রদীংশ্চাপি পখামি কৃংস্কন দেবগণনহম । সাধ্যান রুদ্রাং স্তথাদিত্যান গুহকাংশ্চ পিতৃং স্তথা। সপান নাগান সুপর্ণাংশ্চ বহুনপাশ্বিনাবপি । গন্ধৰ্ব্বাঙ্গরসে যক্ষানুষীংশ্চৈব মহীপতে ॥ • Cuningham's Archaeological Survey Reports vol, XVI, p, 65.