গ্রহবিপ্র ইতিহাস ১৩১ আছে । রাজপুতগণ ভারতবর্ষে আসিয়া প্রথমে বৌদ্ধধৰ্ম্মে দীক্ষিত হন, পরিশেষে ব্রাহ্মণ্যধর্শ্বেব প্রভাবে বেদবিধি মূলক বর্ণাশ্রম ধৰ্ম্মে অনুরাগী হুইয়। সূৰ্য্যবংশীয়, চন্দ্রবংশীয় ও অগ্নিবংশীয় ক্ষত্রিয় নামে পরিচিত হইতেছেন। শৌর্য্য বীৰ্য্যে ইহার ও জাঠগণই এক্ষণে ভারতে সৰ্ব্ব শ্রেষ্ঠ বীর জাতি । অন্যান্ত ব্রাহ্মণের ন্তায় শাকদ্বীপি ব্রাহ্মণগণও রাজপুতজাতির পৌরহিত্য ও গুরুত করিয়া থাকেন । বঙ্গদেশে শাকদ্বাপি ব্রাহ্মণাগমন । বহু পুরাণে বঙ্গদেশে পৌণ্ড, ভোজ প্রভৃতি ক্ষত্রিয় রাজগণের বাস বর্ণিত হইয়াছে । যুধিষ্ঠিরের রাজস্থঃ যজ্ঞে বঙ্গ ও পৌণ্ড, দেশপত নিমন্ত্রিত হইয়৷ যজ্ঞসভায় গমন করিয়াছিলেন । ক্ষত্রিয়ের বাস থাকিলেই তথায় ব্রাহ্মণও থাকিবে । সুতরাং বহু প্রাচীন কাল ই ইহে বসুদেশে ব্রাহ্মণ ও বাস করেন । পুবাণে পেীগু পতি বাসুদেবের সহিত ভগবান কৃষ্ণচন্দ্রের যুদ্ধ বর্ণিত হইয়াছে। ক্ষত্রিয় রাজগণ স্বীয় রাজ্যে দেবালস নিৰ্ম্মাণ কৰাইতেন । পূৰ্ব্বকালে স্থতধ্যাপাসনার প্রাধান্ত ছিল, এজন্য গৌড়দেশে স্বধ্যমন্দির প্রতিষ্ঠিত হইয়াছিল। পৌণ্ড, গৌড় দেশের প্রাচীন রাজধানী ছিল । স্কন্দপুরাণে পৌণ্ড খণ্ডে করতোয় নদীর মাহাক্স্যে পৌঁও, ক্ষেত্রের উল্লেথ আছে। পৌও রাজগণ ক্ষত্ৰিয ও বিশ্বামিত্রের বংশধর। পূৰ্ব্বে মগব্যক্তিগ্রন্থ হইতে প্রদর্শিত হইয়াছে, পৌণ্ড, দেশে পেগু,ার্ক সম্প্রদায়ের শাকদ্বীপীয় ব্রাহ্মণগণ বিখ্যাত ছিলেন। ইহার পৌণ্ড, রাজ কর্তৃক প্রতিষ্ঠিত স্বৰ্য্য পূজায় নিযুক্ত হইয়া বঙ্গদেশে আসিয়াছিলেন। ইহাদের কুল পঞ্জিকায় বর্ণিত আছে যে ইহার সরস্বতী নদীর তীর হইতে আসিয়াছেন। মহাভারত পাঠে জানা যায়, সরস্বতী নদীতীরে যজ্ঞনিপুণ ব্রাহ্মণগণ বাস করিতেন। যে ১৮ অষ্টাদশ মহৰি
পাতা:গ্রহবিপ্র ইতিহাস.djvu/১৫০
অবয়ব