পাতা:গ্রীক দেশের ইতিহাস.djvu/১৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

} e হস্ত তুলিয়। প্রার্থনা করিতে লাগিল। আথানীয়দের * ডিঙ্গা সকল অনেক কালপর্যন্ত সাহস পৰ্ব্বক প্রতিযোগ করিয়া শেষে পরাস্ত হইয়া তীরের উপরে গিয়া পড়িল । প্রাচীরস্থ সাইরেকুলীযের - স্বদেশীয়দিগকে জয়ী হইতে দেখিয়া চৗৎকার শব্দদ্বারা নগরের চতুদিগে ঐ স^বাদ প্রচার করিল। জয়িরা তৎক্ষণাৎ সাইরাকুসে গমন করিয়। সেখানে জয়চিহ্নেৰ এক ধুজ নির্মাণ করিল, কিন্তু আন্ধানীয়ের - এমত দুঃখিত ও অপমানিত হইয়াছিল, যে তাহার। মৃত বন্ধুদের অস্ত্যেষ্টি ক্রিয়াদি করণের নিমিত্ত তাহাদের শব পাইতেও প্রার্থনা করে নাই । আথানীয়দের* তৎকাল পর্যন্তও যথেষ্ট ডিঙ্গা ও সৈন্য ছিল, অতএব তদূর পথ করিয়া যাইতে পুনৰ্ব্বার চেষ্টা করণ কিম্বা আপনাদের ডিঙ্গ সকল শহন্তে পরিত্যাগ করিয়া স্থলপথে প্রস্থান করণ এই দুই উপায় মাত্র ছিল । ডিমস্থিনি • প্রথম উপায় গুহ্য করণের পরামর্শ দিলেন, কিন্তু সেনারা পূৰ্ব্ব পরাভবের কারণ ভীত হইয়। তদুপযুক্ত সাহস করিতে পাবিল না। এই প্রযুক্ত দ্বিতীয় উপায়ই মনোনীত হইল, এৰ- শত্ৰুৰ। তাহাদের গমনবার্তা জানিতে না পারে এই নিমিত্ত তাহারা রাত্ৰিযোগে যাইতে উদ্যোগ করিল। কিন্তু আর্থীনীয়দের * প্রায় চল্লিশ সহসু সৈন্য গমন করিয়া উপদ্বীপের এক পাশ্বের্ণ ‘দুর্গ করিয়া পাছে পুনৰ্ব্বার যুদ্ধারম্ভ করে এই ভয়ে হর্মক্কুেট * নামক সাইরেকুন্সীয় - সেনাপতি তাহাদিগকে নিবিরোধে স্বদেশে যাইতে দেওনে কোনমতে ইচ্ছুক ছিলেন না। ঐ দিবসে সাইবেকুলীয়ের • হকুলির • উদেশে জয়োৎসৰকরণে প্রবৃত্ত ছিল, অতএব সেই রাত্রিতে,আথানীয়দের * গমনে বাধা জন্মাইবার নিমিত্ত তাহাদিগকে লওয়াইতে