পাতা:গ্রীক দেশের ইতিহাস.djvu/১৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

38e মুক্ত করিও, কেননা আমাদের মৃত্যুকাল উপস্থিত, সুতরা~জীবিত । থাকিতে তাহ করিতে পারিলাম না । কিন্তু ইহা অত্যাবশ্যক জানিৰ , যে হেতুক ঐ দেবতাদের অনুকূলতাতেই আমাদের জয় হইয়াছে। এই ধৰ্ম্মময় বাক্য শুনিয়া তাবৎ ভদ্র লোকেরই অশ্রুপাত হইয়াছিল, এৰe২ সকলেই ঐ ব্যক্তির আশ্চর্য ধীরতা দেখিয়া চমৎকৃত হইয়াছিল । যে হেতুক তিনি মিথ্যারূপে দোষী হইয়াও বিচারকত্তাদের প্রতি কোন কোপ বা কোন প্রকার কটুৰাক্য প্রকাশ করেন নাই, বর-২ তাহার কৃত্যু দেশ তাহাকে মৃত্যুর আজ্ঞা দিলেও তিনি তাছার হিতার্থে প্রাপ্ত জয়ের কারণ দেবতাদের উদেশে মানত পরিশোধ করণেই কেবল ইচ্ছুক ছিলেন । এই অবিচার ও কৃতসুতাতেই আথানীয়দের* শক্তির ও বৰ্দ্ধিষ্ণুতার একেবারে শেষ হইল, এৰ^ তাহার সাইরেকুসের পরাভবের পরও কিয়ৎ, কাল পর্যন্ত বহু উদ্যমদ্বারা বাস্থ্যে জয়ী হইয়াছিল বটে, কিন্তু সেই কালাবধিই তাহার ক্রমে দ্রাস প্রাপ্ত হইতে লাগিল । স্লাটীয়ের।* আপনাদের সেনাপতি কালিকুটিডিকে • পরাভূত হইতে দেখিয়া পুনৰ্ব্বার লাইসাপ্তরের * আশ্রয় লইল, কেননা তৎকর্তৃক তাহাৰ পুনঃ ং জয়ী হইয়াছিল, অতএব তাহার উপর সমুর্ণ নির্ভর দিয়া তাঁহাকে পুনৰ্ব্বারআহ্বান করিল ; কিন্ত তাহাদের ব্যবস্থায় এক ব্যক্তিকে দুই বার সেনাপতিত্ব পদে নিযুক্ত করগে নিষেধ ছিল, এই প্রযুক্ত তাহাদের বন্ধু জাতীয়ের পাছে লাইসগুরের • পুনৰ্ব্বার ঐ কর্ম পাওনে অতুষ্ট হয় এনিমিত্ত তাহারণ র্তাহাকে পৰ্ব্বাপেক্ষায় ক্ষুদ্রতর আএr্য দিয়া ডিঙ্গাপতিত্ব কর্মের ভার দিল । লাইসাগুর* ঐ কৰ্ম্মে নিযুক্ত হইয়। হেলেক্সান্টের + প্রতি যাত্রা করিয়া লেমসেক f নগরাক্রমণ করিলেন, পরে তাহা অধিকার করিয়া সেনাদিগকে