পাতা:গ্রীক দেশের ইতিহাস.djvu/১৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

39) ঐ নগর লুঠ করিতে দিলেন । আখীনীয়ের * তাহার পশ্চাত, নিকটং আসিতেছিল, এই নিমিত্ত তাছার জয়ৰাওঁ পূৰিৰামাত্রই অলেষ্টের f দিগে ডিঙ্গা চালাইল, এৰ সমুদ্রের অধিক দূর দিয়া না গিয়া তটের নিকট ২ যাইয়। শজুদের সমূখে এণস্পটমে + অবস্থিতি করিল। কিন্তু ঐ স্থানেই অtখীনীয়দের মন্দ ছইয়ু ছিল । ঐ স্থানে হেলেল্পটি + মোহান দুই সহস্ৰ পাদৰিক্ষেপ পরিমিত তুল্য প্রশস্ত ছিল । উভয় পক্ষীয় ডিঙ্গা সকল পরল্পর এমত সন্নিকট থাকাতে তন্মধ্যস্থেরণ ভাবিয়ছিল যে সেই দিবস কেৰল বিশুাম করিয়া পর দিবস তাহাদিগকে যুদ্ধে প্রবৃত্ত হইতে হইৰে। কিন্তু লাইসাগুরের • অন্য এক মনস্থ ছিল, এই প্রযুক্ত তিনি নাবিক ও সেনাদিগকে ডিঙ্গারোহণ করাইয়া যুদ্ধসজ্জায় প্রস্তুত থাকিতে আজ্ঞা করিলেন, ইহাতে অনুভব হইতে পারে যে পর দিবস প্রভাতেই যেন সম্প২ামারম্ভ হইবে । আর তিনি স্থলসেনাদিগকে আজ্ঞা করিলেন যে তোমরা যুদ্ধ ভাবে তটে দাড়াইয়। অমার আজ্ঞায় অপেক্ষায় থাকিব। প্রভাতে সূর্য্যোদয় হইৰণমাত্রই আখীনীয়ের * দাড় নিক্ষেপদ্ধারণ তাবৎ ডিঙ্গা শতুদের নিকট লইয়। গিয়া যুদ্ধ করিতে চাহিল। লাইসগুরের * ডিঙ্গ সকল তাহাদের সমুথে প্রস্তুত ছিল বটে, তথাপি তিনি স^গ্রামে প্রবৃত্ত হইলেন না। ইহাতে আর্থীনীয়ের * তাছাকে ভীরু জ্ঞানে সন্ধ্যার সময় তথাহইতে প্রত্যাগমন করিল, অতএব কোন শঙ্কুর আশঙ্কা না করিয়া তাহার তীরে যাইয়। ভোজন ও আমোদ প্রমোদাদি ৰুরিতে লাগিল। অাখীনীয়ের।* কিরূপ ব্যবহার করে তাহা জানিতে লাইসাগুর * কএক থান ডিঙ্গা পাঠাইয়। ছিলেন, ঐ ডিঙ্গ সকল ফিরিয়া আসিয়া তাহাদের ঐ রূপনিশ্চিন্ত বাস্ত্ৰ উছাকে জ্ঞাত করিল। আথানীয়দিগকে আরও