পাতা:গ্রীক দেশের ইতিহাস.djvu/৩৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩২৭ প্রায়ে তিনি টাইগ্রি f নদী তীরে গমন করিলেন । কিন্তু তাহার সে অাশা বিফল হইল, যেহেতুক আলেক্সাণ্ডবেৰ * গুনিক নদী উত্তীর্ণ হইতে যেরূপ সহজ হইয়াছিল তদপেক্ষায় তিনি স্বচ্ছদে টাইগ্নি + নদী দ্রুত উত্তীর্ণ হইয়া শজুদের আগমন আশয়ে দুই দিবস পয্যন্ত তীরে অবস্থিতি করিলেন। কিন্তু ডেরাইয় তাহাব সহিত স্বেচ্ছায় যুদ্ধ করিতে প্রবৃন্ত হইবেন না নিশ্চয় করিয়া আপনি উাহার প্রতিকলে গমন কবিতে প্রতিজ্ঞা করিলেন । এই সময়ে এক চন্দুগ্রহণ হওয়াতে তাহার সৈন্যের অতি ভীত হইল, যেহেতুক তৎকালেৰ লোকের গ্রহণের কারণ আজ্ঞাত প্রযুক্ত ভাবিত যে ইহা নিতান্ত দুৰ্দশা সূচক। কিন্তু আলেকসগুব* যুদ্ধ ও রাজনীতি বিষয়ে অতি সুবোধ প্রযুক্ত ইজিপুf দেশীয ভবিষ্যদ্বক্তাকে আনয়ন করিলে তাহার। কহিলেন যে ঐ গুহণ গ্রীকদের * কোন মন্দ সূচক নহে পাশীদের *ই বিপদজনক । আলেকসাগুর - এই উপায় দ্বার। আপন সৈন্য গণকে নিঃশঙ্ক করিয়া তাহদের সহিত শতু পুতিকলে যাত্রা করিলেন । পরদিবস পুভাতে আলেক্সাণ্ডর* শুনিলেন যে ডেরাইয়” দশ ক্রোশ অন্তবে আছেন, এব^ তাহাব কিছু কাল পরেই পারস্ভূপতির এক দূত তাহার নিকট আসিয়া পূৰ্ব্বাপেক্ষায় লভ্য দর্শাইয় তাহার সহিত সন্ধি করিতে পুর্থনা করিলেন । কিন্তু আলেকসাগুর - কোন মতে তাহা গ্রাহ্য না করিয়া মহ। গৰ্ব্ব পূৰ্ব্বক কহিলন যে পথিবীতে দুইস্য্য কিম্ব দুই ভূস্বামী থাকিতে পারে না । অতএব সন্ধি হওনের সকল অাশা এই মতে শেষ হওয়াতে উভয় পক্ষীয়ের তুল্য রূপে ক্রুদ্ধ ও গৌরব - কা-ক্ষী হইয়। যুদ্ধোদ্মোণ কৰিতে লাগিল। ডেরাইয়” আন্দ্রেল; }'