পাতা:চণ্ডীদাসের পদাবলী.djvu/১০৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চণ্ডীদাস 6 মথুরার পথে চলে যন্ত্রনাথে বাজপথ খানি বেয়া ॥ দুসারি কদম্ব তরুবর মাঝে বসিলা রসিক রায় । У о মধুর মুরলী পূরিলা তখনি আন ছলে কিছু গায় ॥ নটবর বেশ নাগরশেখর দান ছলে আছে বসি । ক্ষণেক ক্ষণেক রহি পথ চেয়ে ১৫ পুরত মোহন বঁাশী। চণ্ডীদাসে কহে তুরিত গমন কর রসময়ী রাধে । তোমার কারণে বসি বিনোদিয়া গোঠ রস করি বাধে ॥ ૨ જ ৫ । কুমুদ কানন-বৃন্দাবনের কোন বনের নাম । ৯। বেয়া—বাহিত করিয়া । :

e B

জয়ন্ত্ৰী । রাই স্বনাগরী প্রেমের অগিরি সঙ্কেত পড়ল মনে । বড়াইয়ে ডাকি কহে চন্দ্রমুখী যাইব মথুরা পানে ॥ আনি গোপীগণ যুথের মিলন ৫ চল চল যাব বিকে । দধির পশরা , সাজাহ তোমরা বিলম্ব না কর মোকে। সব গোপীগণ চলিলা ভবন, সাজায়ে পশরা লই । ) దీ ঘূত ছেনা ধ ঘোল বিবিধ , ভাণ্ডে সাজাইছে দই ॥ ٹیمl সোণার গাগরি সাজায়ে সারি ওড়নি বিচিত্র নেত । করে অতি শোভা যেন শশী আভা ১৫ বরণ কালিয়া সেত ॥ নানা আভরণ পরে গোপীগণ পশরা লইয়া মাথে । চণ্ডীদাস বলে সব গোপী মিলে সব গোপী মিলে রাখে ॥ ૨૦ ৫ । মুখের মিলন—সকলে মিলিয়া একটা দল হইল । ১৩ । নেত—বস্ত্ৰ । ১৬ । গোপীগণের রূপের তুলনায় চন্দ্র মলিন বোধ হইল । , e& আশোয়ারি রাধার বেশে শোভ বনাইছে फ़िदूत्र श्रीकृत्रि ठूल । তাহে সুগন্ধিত অগৰু চন্দন বেড়িয়ে মল্লিকা ফুল ৷ বেণীর মুছাদ দৃঢ় করি বাধে কি কব তাহার কথা । অতি শোভা দেখি কাল-জাদ সাখী দেখিতে হিয়াতে ব্যথা ॥ চাদ ঝল মল শ্ৰীমুখমণ্ডল ভালে সে সিন্দুর ফোটা। . ১০ তার মাঝে মাঝে চন্দনের বিন্দু • আঙ্গুলি বিধুর ঘট ॥ নয়নে অঞ্জন শোভে বিলক্ষণ অধর রাতুল দেখি ।