পাতা:চণ্ডীদাসের পদাবলী.djvu/৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

.२२ আচম্বিতে হেদে ঝরকা উপরে কুত্তিকা বেঠল তায় । সঙ্গে সহচরী রাধিক সুন্দরী বসিলা মায়ের ঠাই ॥ দেখিতে লাগিলা বাজিকার ছায়া তোমার নন্দিনী রাধী । আচম্বিতে কেন মুরছা খাইয়া সে তলু হয়েছে আধা ॥ তুরিত গমন করহ রাজন বিলম্বে নাহিক কাজ । এ কথা শুনিয়া বুকভানু মাথে পড়িল আকাশ বাজ ॥ যেমত আছিল সভাতে বসিয়া তেমত উঠিয়া গেলা । বিয়োগ অন্তরে গেলা অন্তঃপুরে দেখিতে আপন বালা ॥ কি তৈল কি হৈল বলি বৃকভানু আচম্বিতে কিবা শুনি । আন কোন জন দেখাহ এমন কো কহে কেমন বাণী ॥ | কেন দেবঘাত দেবের নিৰ্ম্মিত কেন বা দেবের বায় ।

  • আনহ চেতনী কোন বা গোপিনী দেখহ তুরিত তায় ॥ চণ্ডীদাস কহে শুন মহারাজা

আনহ চেতনী কেহ । নৃটিকা ধরিয়া দেখহ বুঝিয়া ' T_নিবিষ্ট করিয়া দেহ ॥ ১৯ । বিয়োগ—দুঃখিত । চণ্ডীদাস $ • Ꭹ ☾ ૨૦ २¢ ২৩-২৪। কোন গুণী লোক আনিয়া দেখাও সে কি বলে শুন । ২৫। নিৰ্ম্মিত-কুত । ২৬ ৷ বায়—বাতাস । কোন উপদেবতা অর্থাৎ ভূতের বাতাস লাগিয়াছে। o ২৭। চেতনী—চৈতন্ত করাইতে পারেন এমন স্ত্রীলোক । ৩১। নাটকী—নাড়ী। ot কামোদ সহচরী ধায় আনিতে চেতনী আনি আহীরিণী এক । দেখিয়া নাটিকা করে কর ধরি বুঝিল যে পরতেক ॥ হে জ্বর জ্বালা দেব অপঘাত ৫ কোন বা বাযুর জোর । آمری বুঝিতে নারিল T কি হেতু ইহার মনেতে হইল ভোর ॥ বুঝিতে নারিল নাটিকা চঞ্চল না হয় এ জুর জ্বালা । У о নহে দেবঘাত নুহে সন্নিপাত নহে উপদেশ খেলা। “নাটিকা ভিতরে কিছু না পাইল শুন বৃকভামু রাজে । । দেখি তন্ত্র মন্ত্র ঝারিয়ে স্বতন্ত্র ১৫ _ৱলিয়ে ঘরের মাঝেন । t আনি স্বর্ণ ঝারি তাহা করে ধরি পড়ে মন্ত্র বারে বার। レー so অনিবার তন্ত্র করি সার চৈতন্য না হয় তার ॥ هيد তার পর গলে বাধি কুতূহলে ; N ঔষধি বঁধিল রামা। ! নহে নিবারণ দ্বিগুণ বাড়ল তাহে কিছু নাছি ক্ষমা ॥