পাতা:চন্দ্রনাথ-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চন্দ্রনাথ (. খুব সাবধানে, খুব গোপনে। তাই হবে। जांख३ ।। -- সরযু কহিল, আচ্ছ আজই। চন্দ্রনাথ চলিয়া যায় দেখিয়া সে স্বামীর পদদ্বয় জড়াইয়া ধরিয়া বলিল,একটা আশীৰ্ব্বাদও কলে না? চন্দ্রনাথ উপরদিকে চাহিয়া বলিল, এখন নয়। যখন চলে যাবে, যখন মৃতদেহ পুড়ে ছাই হবে, তখন আশীৰ্ব্বাদ কয়ূৰ। সরযু পা ছাড়িয়া বলিল, তাই ক’রো। চন্দ্রনাথ চলিয়া যাইতে উষ্ঠত হইতেই সে আর একবার উঠিয় গিয়া দ্বাবে পিঠ দিয়া পথ রোধ করিয়া দাড়াইয়া বলিল, আমি বিষ খেলে কোন বিপদ তোমাকে স্পর্শ করবে না ত ? কিছু না। - 总 কেউ কোন রকম সন্দেহ কবে না ত ? নিশ্চয় কবে। কিন্তু টাকা দিয়ে লোকের মুখ বন্ধ করব। • সন্ধু বলিল, বিছানার তলায় একখানা চিঠি লিখে রেখে যা, সেইখান দেখিও । - চন্দ্রনাথ কাছে আসিয়া তাছার মাথায় হাত দিয়া বলি, তাই করে । বেশ করে লিখে নিচে নিজের নাম স্পষ্ট করে লিখে রেখে, কেউ যেন না বুঝতে পারে, আমি তোমাকে খুন করেচি । আর একটা কথা, ঘরের দোর জানাল বেশ করে বন্ধ সূত্র দিয়ে, একবিন্দু শব্দ মেন বাইরে না যায়? আমি যেন গুৰু। না পাই—