বিষয়বস্তুতে চলুন

পাতা:চারুনীতি-পাঠ.djvu/২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চাৰুনীতি পাঠ । పిపి সে প্রফুল্লভাব নাই, সে মাথা হেঁট করিয়া ধীরে ধীরে ছেলেদের স্কুলের দিকে আসিতেছে, কঁাদিয়া কাদিয়া তাহার"চক্ষু লাল হইয়াছে। হাত ফুট ধরিয়া উদ্ধে তুলিয়া নলিন ভগিনীকে জিজ্ঞাসা করিল, “প্রিয় ভগিনি । আজ তোমার কি হইয়াছে ?” নলিনের এই কথা শুনিয়া কুন্দমালা সমুদায় ঘটন। ৰলিতে আরম্ভ করিল ; কিন্তু সে এত ফুপিয়া ফুপিয়। কাদিতেছিল যে নলিন তাহার একটও কথা স্পষ্ট বুঝিতে পারিল না। অবশেষে কতকগুলি বালক বালিকা তাহাকে সকল ঘটনা বলিয়া দিল । ঘটনা এই—বালিক। বিদ্যালয়ের একটা বড় মেয়ে কুন্দকে অত্যন্ত ভালবাসিত । সেই দিন প্রাতে কুন্দ তাহার নিকট হইতে ভালবাসার চিহ্নস্বরূপ একটা ছোট চকচকে মেটে পাত্ৰ পাইয়াছিল। পাঠের সময় স্কুলের শিক্ষয়িত্রী সেই পাত্রটা লুকাইয়া রাখিয়াছিলেন ; কিন্তু চুটীর পর কুন্দমালা সঙ্গিনীদিগকে দেখাইবার জন্য তাহ লইয়। বাহিরে আসিল । বিদ্যালয়ে যাইবার পথে এক খান বেঞ্চের উপর পাত্রট রাখিয়া যেমন সে শক্ত করিয়া কাপড় পরিতেছিল, অমনি ভূপাল নামে একটা বালক তাহা দেখিতে পাইয়। জোর করিয়া উহ। কাড়িয়া লইতে গেল। কুন্দ বিস্তত্ব মিনতি করিল, এমন কি তাহার হাত ফুটি ধরিল, কিন্তু গোয়ার বালক অতিশয় রাগিয় তাহাকে এমন ধাক্কা দিয়া ফেলিয়। দিল ষে সে পড়িয়া গিয়া আঘাত পাইল । তার পর ঐ দুষ্ট বালক ভাড় হাতে করিয়া বলিতে লাগিল, “ন, নিব না বই কি ? অামার খুলী, আমি এক শ বার নিব।” অন্যান্য বালৰ বালিকার যদি ঐ দুষ্ট বালকের রাগের মাথায়