পাতা:চারুনীতি-পাঠ.djvu/৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চাৰুনীতি পাঠ, ¢ዓ ইওয়া যায় ; প্রাণসম প্রিয়তম বন্ধু বা পত্নীর সামান্য একটা স্নেহপূর্ণ দৃষ্টিতে, দুই একটী কথা বা কার্য্যে যেমন অন্তরের আকৃত্রিম ভালবাসার নিদর্শন পাওয়া যায় ; তেমনি পুরাতন বা অধুনাতন কোন মহৎজাতীর জাতীয় বা ব্যক্তিগত এক একটা সামান্য ঘটনার পশ্চাতে জাতীয় অভু্যুথানের মূলমন্ত্রস্বরূপ এক একটী মহৎভাব পরিলক্ষিত হয় । ইতিহাসের পৃষ্ঠায় সুবর্ণ অক্ষরে লিখিত এই প্রকার একটী সামান্য অথচ সুমহৎ ঘটনা উল্লেখ করিয়া আমরা জাতীয় উন্নতির প্রাণ কি, তাহা দেখাইবার চেষ্টা করিব । রোমীয় ইতিহাসপাঠে অবগত হওয়া যার, ক্রমাগত পিউনিক, মাসিডনীয় এবং স্পেনিস যুদ্ধের ঘাতপ্রতিঘাতে রোমের সাধারণতন্ত্র প্রণালী যখন বিক্ষোভিত হইয়াছিল, রাজ্যশাসনের ক্ষমতা সেনেট মহাসভার উপর অর্পিত থাকাতে যখন কুলীন পেটিসীয়গণ (Patricians) প্রভূত ক্ষমতাপন্ন হইয়া উঠিলেন, মৌলিক প্লিবিয়ানগণ (Plebians) বা সাধারণ প্রজাবর্গের যখন যন্ত্রণার এক শেষ হইতে লাগিল, দুৰ্ব্বল প্রজীবৃন্দের ন্যায্য স্বত্ব সকল যখন অবাধে পদদলিত হইতেছিল, বিপুল সম্পত্তির অধিকারী হইয়া যখন পেটিসিয়গণ তাহাদের অসীম ধন, দুৰ্ব্বল প্লিবিয়ানদিগের দলনে নিয়োজিত করিয়া রাজনৈতিক প্রভাব দিন দিন বৰ্দ্ধিত ও বিস্তৃত করিতেছিলেন, তৎকালে সুবিখ্যাত প্রাতঃস্মরণীয়া গ্রেকাই জননী কর্ণেলিয়া দ্বাদশট সন্তান লইয়া "বিধবা হরেন । তিনি এরূপ পরিণামদৰ্শিতা ও সুবিবেচনার সহিত পরিবারবর্গের রক্ষণাবেকুণ কাৰ্য্যে মনোনিবেশ করেন যে, তিনি সকলের