(b' চাৰুনীতি পাঠ । হৃদয়গত শ্রদ্ধা আকষর্ণ করিতে লাগিলেন। এই বারটী সন্তানের মধ্যে সেম্প্রোনিয়স " নামী একমাত্র তনয়৷ এবং কেয়দং গ্রেকস, ও টাইবিরিয়স গ্রেকস নামক পুল্লদ্বয় ব্যতীত আর সকলেরই অপ্রাপ্তবয়সে মৃত্যু হয় । দয়াবতী প্রকৃতি গ্রে কাইদিগকে প্রবল প্রতিভা ও সদগণরাশিবিভূষিত করিলেও পুত্রদ্বয় মাতৃদত্ত সুশিক্ষার নিকট বড় অল্প ঋণী ছিলেন না । একদা কোন ধনীর কন্যা কর্ণেলিয়ার সহিত সাক্ষাৎ করিতে আসিয়া গ্রেকাই জননীকে মণি মুক্ত হীরকাদি উৎকৃষ্ট উৎকৃষ্ট অলঙ্কার দেখাইবার জন্য অনুরোধ করেন । বুদ্ধিমতী কর্ণেলিয়া নানাবিধ কথাপ্রসঙ্গে সেই ধনাভিমানিনী রমণীকে ব্যাপৃত রাখিয়া কালবিলম্ব করিতে লাগিলেন। ইতিমধ্যে সমুজ্জ্বল রত্নসম পুত্রদ্বয় বিদ্যালয় হইতে প্রত্যাগমন করিয়া মাতৃগৃহে প্রবেশ করিল, অমনি মাত কর্ণেলিয়৷ সেই ধনগৰ্ব্বিত রমণীকে পুত্রদিগের প্রতি অঙ্গলি নির্দেশ সহকারে বলিতে লাগিলেন, “ইহারাই আমার মণিমুক্ত, ইতারাই আমার সৰ্ব্বোৎকৃষ্ট আভরণ ; আর এই প্রকার অলঙ্কারই সমাজের বল ও অবলম্বনস্বরূপ হইতে পারে ; ইহাদের জ্যোতিঃ অত্যুজ্জল মণি মুক্ত হীরক অপেক্ষ শত সহস্র গুণে অধিকতর দীপ্তিশালী” । ধন্য সেই রমণীরত্ন, যিনি এরূপ, সন্তানের জননী হইয়াছেন, ধন্য সেই পুত্র যিনি এমন জননীকে মা বলিয়া সস্বোধন করেন । এই ক্ষুদ্র সামান্য অথচ সুমহৎ অাখ্যায়িক হইতে অমিরা
পাতা:চারুনীতি-পাঠ.djvu/৬৭
অবয়ব