চাৰুনীতিপাঠ । צר বুদ্ধ ও চৈতন্য ইহলোক পরিত্যাগ করিয়াছেন, তবে কেন আজ পৃথিবীর লোক তাহাদের পবিত্র চরণে ভক্তিউপহার প্রদান করিতেছে ? কেন তাহীদের প্রদর্শিত ধৰ্ম্মপথে বিচরণ করিতেছে ? ইহার কারণ কি এই নহে যে র্তাহাদের চরিত্র সাধারণ লোকচরিত্র হইতে শত সহস্ৰগুণে সুন্দর ছিল – প্রাগুক্ত মহাত্মাদিগের চরিত্রের কয়েকটী বিশেষভাব আলোচনা করিলে স্পষ্টই প্রতীয়মান হইবে তাহীদের চরিত্র কত মহৎ ও সুন্দর ছিল, দেথিবে:যে র্তাহাদের চরিত্র অনুপম। স্বর্গ ও নরকে ষে প্রভেদ, আলোক ও অন্ধকারে যে প্রভেদ, আমাদের ও র্তাহাদের চরিত্রগত পার্থক্য তদপেক্ষা অল্প নহে। যে মৃত্যুর নামে আমাদের হৃৎকম্প উপস্থিত হয়, প্রাণের ৰাধন ছিড়িয়া যায়, কেনন। কৃতাস্ত আমাদিগকে পার্থিব সকল প্রকার প্রিয়তম পদার্থ হইতে চিরদিনের মত বিচ্ছিন্ন করিবে, তাহারা সেই ভয়ানক মৃত্যুকে আপনাদিগের মত ও বিশ্বাস রক্ষা করিবার জন্য প্রিয়বন্ধুরূপে আলিঙ্গন করিয়াছেন ! আমাদের শরীরে সামান্য কণ্টক বিদ্ধ হইলে কতই ক্লেশ অনুভব কয়ি, কিন্তু তাহার কেহ বা তীক্ষধার লৌহশলাকায় বিদ্ধ হইয়া প্রাণত্যাগ করিয়াছেন, কেহ বা জলস্ত চিতাতে আপনাদের শরীরকে ভস্মসাৎ করিয়াছেন, কেহ বা অগ্নিময় লৌহ খট্টার উপর শায়িত হইয়া বলিয়াছেন। “এক পাশ ভাজা ভাজা হইয়াছে, আৰু এক পাশ উন্টাইয়া দেও ’’ ইত্যাকার লোমহর্ষণ কাও র্যাহাদের জীবনে ঘটিয়াছে, . তাহাদের জীবনের মহত্ব ও সৌন্দর্ঘ্য কি কেহ অস্বীকার । করতে পারেন্থ? ইতিহাস পাঠ করিয়া কত বিষয় শিক্ষা
পাতা:চারুনীতি-পাঠ.djvu/৮০
অবয়ব