বিষয়বস্তুতে চলুন

পাতা:চারুনীতি-পাঠ.djvu/৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চাৰুনীতি পাঠ । وم به যেন প্রকৃত নিত্য সৌন্দর্য্যের আস্বাদ লাভে বঞ্চিত না হই। প্রকৃতির সৌন্দৰ্য্য দেখিয়া যেন, সেই প্রকৃতিকে যিনি সুন্দর করিয়া সাজাইলেন, সেই বিশ্বকারণ পরম সুন্দরের দিকে অগ্রসর হই, সৌন্দৰ্য্যবোধ যদি স্বাভাবিক হইল, তবে যে সৌন্দৰ্য্য সৰ্ব্বত্র বিদ্যমান, কোনকালে যাহার পরিবর্তন নাই, যে সৌন্দর্য্যে মুগ্ধ হইয়। ভারতের প্রাচীন ঋষিগণ সংসারের বিষম কোলাহল অতিক্রম করিয়া কেহ বা গভীর অরণ্যে, কেহ বা পৰ্ব্বতগুহায়, কেহ বা শাস্তিরসাম্পদ আশ্রমে যোগ ধ্যানে রত থাকিতেন, পার্থিব তাবৎ সুখকে জলাঞ্জলি দিতেন, সেই ভূম সৌন্দর্য্যের প্রতি অনিমেষ নয়নে দৃষ্টি করাই যেন জীবনের কার্য্য হয় । পরম স্বনার জগতের অধিপতি আমাদিগের সকলকে সেই চক্ষুপ্ৰদান করুন যদ্বারা তাহার সেই নিরাকার অনন্ত সৌন্দৰ্য্য দেখিয়া নয়ন চিরদিনের তরে পরিতৃপ্ত হয় ; আমাদিগকে সেই কৰ্ণ প্রদান করুন যাহাতে আমরা তাহার সুন্দর নামস্থধা পানে সমর্থ হই, এবং তাহীর চরণ সংস্পর্শে আমাদিগের এই লৌহময় হৃদয়কে ত করিয়া দিন যাহাতে র্তাহার প্রেমস্ত্রেীতে শিয়া:অপাের সুখশাস্তি সম্ভোগ করিতে পারি। f t -f