পাতা:চিকিৎসাসার.djvu/১২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

У о Ф অন্য উপায়। সরিষার পোলটাস কিম্বা রাই সরিষার পোলটস পেটেতে বসাইবে, পুনরায় হাতে এবং পায়েতে সরিষার তৈল গরম করিয়া মাখাইবে । উপর লিখিত যত ২ উপায় করিবে, তাহীদের প্রত্যেকের সঙ্গে ঐ পোলটীসগদি বসাইবে, আর এই সকল উপায় করিতে ২ ঐ ব্যাধি যদি স্যাৎ প্রবল হইয়া উঠে, তবে নীচের লিখিত উপায় করিবে । উপায় । কালামিল • • • • • • • • • ৪ মাষ৷ আফিম . . . . . . . . . . . . ১ ঐ কপুর - -- -- -- -- -- 8 થે এই তিন দ্রব্য একত্র মিশিত করিয়া অষ্টট বটিক তৈয়ার করিয়া প্রথমে একটি খাওয়াইবে, তাহার এক ঘণ্টা পরে পুনরায় আর একটা খাওয়াইবে, এবং উক্তৰূপ পোলটস পেটেতে বসাইবে। ইহাতেও যদি স্যাৎ ঐ রোগের হাস না হইয়া আরো প্রবল হইয়া উঠে, এবং হস্ত পদাদি অতিশয় শীতল হয় এবং ভেদ বন্ধ না হয়, তবে রক্ষা পাওয়া কঠিন হইবে। সেই সময়ে উক্ত কালামিল খণওয়াইবে, আর পেটেতে এবং পায়ের তালুকাতে সরিষার পোলটাস বসাইবে, এই প্রকার উপায়